গরমে হাঁসফাঁস করতে থাকা চুনারুঘাটবাসীর কাছে স্বস্তির আরেক নাম তালের শাঁস। তাই মনের মতো শাঁসের স্বাদ নিতে অনেকেই ভিড় করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া চা বাগানের মাজার গেটে। সেখানে বসেছে তালের মৌসুমি বাজার।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারে ভিড় করছেন স্থানীয় পথচারী ও ভ্রমণপিপাসুরা। স্থানীয় যুবকরা প্রতিদিন ভোরে পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করেন তাজা তাল। দুপুর গড়ানোর আগেই তা বিক্রি হয়ে যায় চাহিদার টানে। সড়কের পাশে সাজানো তালের স্তূপ, তাল কাটার শব্দ আর ক্রেতা-বিক্রেতার হাঁকডাক মিলিয়ে দিনভর মুখর হয়ে থাকে মাজার গেট এলাকা।
তাল বিক্রেতা আব্দুল আলী বলেন, প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০টি তাল বিক্রি হয়। প্রতিটি তাল ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করেন। সাধারণত প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকার তাল বিক্রি হয়। সাতছড়ি ঘুরতে আসা মৌলভীবাজার জজকোর্টের আইনজীবী ইমরান লস্কর বলেন, “ঈদের পর বন্ধুদের নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরতে গিয়েছিলাম। সারাদিনের ক্লান্তি নিয়ে ফিরছিলাম বাড়ি। পথে চণ্ডিছড়ায় তালের দোকানে চোখ পড়তেই তৃষ্ণা মেটাতে নামি আমরা।’
বাহুবল থেকে আসা মামুনুর রশীদ বলেন, এভাবে স্থানীয়রা মৌসুমি ফল বিক্রি করে যেমন উপার্জন করছেন, তেমনি ভ্রমণকারীরাও পাচ্ছেন প্রকৃতির এক সরল আনন্দ। এই দৃশ্য শুধু মৌসুমি ফল বিক্রির গল্পই নয়; বরং গ্রামীণ জীবিকার ছোঁয়া, প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই আর আন্তরিকতার এক বাস্তব চিত্র।
চণ্ডিছড়ার এই তালের বাজার এখন সাতছড়ি সড়কের গরমকালীন আলাদা পরিচয় রয়েছে। তালের শাঁসের পুষ্টিগুণ ও তৃষ্ণা নিবারণের ক্ষমতা এই গরমে একে আরও জনপ্রিয় করে তুলেছে। তাল শাঁস খেলে শরীর ঠান্ডা থাকে এবং এটি পুষ্টিগুণে ভরপুর– এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যবিদরা। 
স্থানীয়রা জানান, এই মৌসুমি বাজার শুধু একটি ফলের বাজার নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি চিত্র। স্থানীয় যুবকরা এই মৌসুমি ব্যবসার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। তাল সংগ্রহ, কাটা ও বিক্রির মাধ্যমে তারা একটি সাময়িক কিন্তু গুরুত্বপূর্ণ আয়ের উৎস তৈরি করেছেন। চণ্ডিছড়ার তালের বাজার এখন শুধু স্থানীয়দের নয়; বরং দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের কাছেও একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এই মৌসুমি তালের শাঁসের স্বাদ অনেকের মন জয় করে নিয়েছে। এ ছাড়াও সেখানে আম, জাম ও কাঁঠাল পাওয়া যাচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গরম করছ ন

এছাড়াও পড়ুন:

আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।

কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।

আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫

ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’

ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।

নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’

২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।

আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫

তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’

ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।

ইয়ামালের গোল উদ্‌যাপন। কাল রাতে এলচের বিপক্ষে

সম্পর্কিত নিবন্ধ