Samakal:
2025-11-03@01:26:20 GMT

প্রবীণের প্রতি দায় ও দরদ

Published: 14th, June 2025 GMT

প্রবীণের প্রতি দায় ও দরদ

জাতিসংঘের আহ্বানে সারা পৃথিবী ১৫ জুন ‘প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস’ হিসেবে পালন করছে। এবারের স্লোগান ‘আলোচনার বিস্তার ঘটানো, লক্ষণ চিনুন এবং ঝুঁকি কমান।’ প্রতিপাদ্যের প্রথম ধাপ হলো– প্রবীণরা যতভাবে নির্যাতনের শিকার হন সে ব্যাপারে জনসাধারণের সামনে খোলামেলা আলোচনা তুলে ধরা। 
মানুষের সহজাত প্রবৃত্তি হলো, মানুষ তার দুর্বল জায়গাগুলো আড়াল করতে পছন্দ করে। নির্যাতনকারীরা পরিবারের সদস্য, নিকটতম আত্মীয়স্বজন, সেবাকর্মী, বন্ধুবান্ধবরা হয়ে থাকেন বলে বেশির ভাগ নির্যাতনের ঘটনা ভুক্তভোগী প্রবীণরা নিজ থেকেই চেপে যান। 

একজন প্রবীণ মানসিক, আর্থিক ও সামাজিকভাবে নির্যাতনের শিকার হতে পারেন। কখনও চড়, থাপ্পড়, গলাধাক্কা, খুন্তি কিংবা লাঠি দ্বারা আঘাত করা কিংবা খাবারদাবার, ওষুধ, চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি বা অসহযোগিতা করা ইত্যাদি শারীরিক নির্যাতনের অন্তর্ভুক্ত। পছন্দ করতে বাধা দেওয়া, গালাগালি করা, খোটা দেওয়া, তির্যক মন্তব্য করা, অবহেলা ও অসম্মান করা, বাড়ি থেকে বের করে দেওয়া, অতীতের ব্যর্থতাকে সামনে নিয়ে আসা ইত্যাদি মানসিক নির্যাতন। চাহিদা অনুসারে টাকা-পয়সা খরচ করতে না পারা কিংবা জমিজমা ও অন্যান্য টাকা-পয়সাজনিত ব্যাপারে তারা আর্থিক নির্যাতনের শিকার হন। সামাজিক কাজে অংশগ্রহণে বাধা সৃষ্টি, বিচার-সালিশ বৈঠকে না ডাকা, প্রবীণদের কল্যাণে চুপচাপ থাকা, বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণে নিরুৎসাহিত করা ইত্যাদি সামাজিক নির্যাতনের অন্তর্ভুক্ত। 
দ্বিতীয় ধাপ হলো নির্যাতনের লক্ষণগুলো চিহ্নিত করতে পারা। যখন কোনো প্রবীণ ব্যক্তি হঠাৎ চুপচাপ হয়ে যান, কথা বলা কমিয়ে দেযন, প্রিয় জিনিসপত্রের প্রতি আকর্ষণ অনুভব করেন না, খাবার খেতে চান না, চিকিৎসা নিতে অনাগ্রহী, বেড়াতে যেতে চান না, পরিধানের কাপড়-চোপড় ময়লা থাকে, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন, বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন, নিজের যত্ন নিতে অনিচ্ছুক হযন– তখন বুঝতে হবে তিনি কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
অনেক সময় ভয়ে নির্যাতনের কথা বলতে চান না পাছে আরও বড় ধরনের নির্যাতনের শিকার হতে হয় বলে। শরীরের আঘাত দৃশ্যমান হতে পারে কিংবা নাও হতে পারে। প্রবীণরা ছেলেমেয়ে, স্বামী বা স্ত্রী, ভাইবোন, আত্মীয়স্বজনের দ্বারা নির্যাতনের শিকার হলে পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারবে। তাদের উচিত এসব নির্যাতনের ঘটনা প্রকাশ্যে নিয়ে আসা। মীমাংসার নামে একে অপরের সঙ্গে মিলিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। সবাই মিলে নির্যাতনের মূল কারণ খুঁজে বের করে সমাধান করতে হবে, যাতে ভবিষ্যতে এক‌ই ধরনের নির্যাতনের শিকার হতে না হয়। প্রবীণদের চলাফেরা, কথাবার্তায় নির্যাতনের অনেক লক্ষণ ফুটে ওঠে। চারপাশের মানুষের দায়িত্ব আলোচনার বিস্তার ঘটিয়ে লক্ষণগুলো চিহ্নিত করা। 

তৃতীয় ধাপ হলো প্রবীণ নির্যাতনের ঝুঁকি কমানো। প্রবীণদের বড় একটি অংশ ছেলেমেয়ে, পরিবার-পরিজনের ওপর নির্ভরশীল। তারা পরিবারে সম্মান-মর্যাদা নিয়ে বসবাস করতে চায়। নির্যাতনের শিকার হলে পরিবারে বসবাস নরকতুল্য হয়ে যায়। নির্যাতনের ঝুঁকি কমাতে ওয়ার্ড বা নির্দিষ্ট এলাকায় বসবাসকারী প্রত্যেক প্রবীণের তথ্য সংগ্রহ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে শিক্ষক, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ইমাম, ধর্মীয় নেতা, সমাজকর্মীদের সমন্বয়ে গঠিত কমিটি এলাকায় প্রবীণদের জীবনযাপনের ধরন দেখে ঝুঁকিপূর্ণ প্রবীণদের তালিকা তৈরি করা যায়। সে ক্ষেত্রে অল্প, মধ্যম ও অতি ঝুঁকিপূর্ণ প্রবীণদের আলাদা তালিকা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র যৌথভাবে এগিয়ে না এলে কার্যকর ফল পাওয়া সম্ভব হবে না। তাই গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ, ইউনিয়ন সমাজকর্মীরা একইযোগে কাজ করতে পারেন। 

হাসান আলী: প্রবীণ বিষয়ে লেখক, গবেষক ও সংগঠক

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ বস পর ব র প রব ণ

এছাড়াও পড়ুন:

আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।

কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।

আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫

ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’

ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।

নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’

২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।

আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫

তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’

ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।

ইয়ামালের গোল উদ্‌যাপন। কাল রাতে এলচের বিপক্ষে

সম্পর্কিত নিবন্ধ