ইরানে ইসরায়েলের হামলায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কোনো নাগরিকের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সোমবার তেহরানের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইরানে ইসরায়েলের হামলার পর থেকে দূতাবাস বিভিন্ন জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের খোঁজখবর রাখছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।

দূতাবাস জানায়, বাংলাদেশের দূতাবাসের তালিকায় ইরানে ৬৭২ জন বাংলাদেশি রয়েছেন। তবে তালিকার বাইরেও বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন দেশটিতে। সব মিলিয়ে এ সংখ্যা হতে পারে প্রায় ১৪ হাজার। এর মধ্যে বেশির ভাগ অনিয়মিত হয়ে পড়েছেন।

এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করছে বাংলাদেশ দূতাবাস। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে দূতাবাস জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস জরুরি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে মোবাইল ফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো হলো +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫। এ ছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে, +৮৮০১৭১২০১২৮৪৭।

১৩ জুন ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কাঠামোসহ ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইরানের সেনাপ্রধানসহ ২০ জনের বেশি সামরিক কর্মকর্তা এবং ছয়জন পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর পর থেকে উভয় দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ