Samakal:
2025-09-18@00:05:33 GMT

গল থেকে শুরু নতুন অভিযান

Published: 17th, June 2025 GMT

গল থেকে শুরু নতুন অভিযান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনাল শেষ হওয়ার রেশ কাটতে না কাটতেই আজ মাঠে গড়াচ্ছে চতুর্থ আসরের খেলা। ২০২৫ থেকে ২০২৭ চক্রের উদ্বোধনী সিরিজেই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম টেস্ট। যেখানে ক্রিকেটারদের একমাত্র ব্রত ভালো খেলা। কারণ শুরুটা ভালো হলে জয়ের আকাঙ্ক্ষা বেড়ে যায়। 

গত আসরের পারফরম্যান্সও শান্তদের কিছুটা উজ্জীবিত করতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সাইকেলে বেশ কয়কটি ম্যাচ স্মরণীয় হয়ে আছে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কার সঙ্গে মনস্তাত্ত্বিক একটা লড়াইও ছিল। লঙ্কানরা ১৩ টেস্ট খেলে পাঁচটিতে জিতে ষষ্ঠ, বাংলাদেশ ১২টি টেস্ট ম্যাচ খেলে চারটিতে জিতে সপ্তম হয়েছে। বাংলাদেশ অধিনায়ক শান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে একটা ভালো শুরুর স্বপ্ন দেখছেন।

বাংলাদেশ তৃতীয় আসর শুরু ও শেষ করেছিল জয় দিয়ে। ২০২৩ সালের নভেম্বরে সিলেটে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে নিজেদের শেষ টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায় তাদের মাটিতে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে অ্যাওয়ে সিরিজ দিয়ে। অর্থাৎ গল থেকে লঙ্কা অভিযান শুরু করছেন বাংলাদেশ। যেখানে বাজিমাত করতে চান শান্তরা। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নতুন প্রতিপক্ষ এবং নতুন কন্ডিশন। এই কন্ডিশনে অনেকের খেলার অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারলে আমার মনে হয় সিরিজে ভালো কিছু হবে। তবে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ব্যাটিংয়ে আছি।’ চ্যাম্পিয়নশিপের খেলা আজ থেকে মাঠে গড়ালেও শান্তদের টেস্টের প্রস্তুতি শুরু হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে। যেখানে তৃপ্তির চেয়ে অতৃপ্তি বেশি ছিল। সিলেটে প্রথম টেস্ট হারায় দুই ম্যাচের সিরিজ ড্র হয়। শান্ত চান জয় পেয়ে ম্যাচটি মনে রাখতে, ‘আমরা জিম্বাবুয়ের সঙ্গে কী সিরিজ খেলেছি, ওটা নিয়ে খুব বেশি আগানো ঠিক হবে না। কারণ, শেষ ম্যাচে খুব ভালো স্মৃতি আছে। আগের ম্যাচ হেরে পরের ম্যাচে যেভাবে প্রত্যাবর্তন করেছি, আমার মনে হয় ওটাই দলকে উজ্জীবিত করবে।’

বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে লঙ্কা গেলেও গলে টেস্টে সেরা একাদশ নাও পেতে পারে। দলের একমাত্র অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফ্লুতে আক্রান্ত। জ্বর-ব্যথা না থাকলেও ভাইরাসের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। মিরাজ না চাইলে টিম ম্যানেজমেন্ট জোরাজুরি করবে না হয়তো। যদিও তাঁর খেলা না খেলার ওপর একাদশে প্রভাব থাকবে। তাই শান্তকে অনিশ্চয়তার কথাই বলতে শোনা গেছে, ‘এখনও মিরাজের শরীরটা খারাপ আছে, তবে উন্নতি করছে। ওর খেলা না-খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে নামতে পারব।’ 

শেষ পর্যন্ত মিরাজ খেলতে না পারলে ব্যাটিং লাইনআপ ছোট হবে। এ ক্ষেত্রে ইনিংস ওপেন করতে পারেন নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম। মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও জাকের আলী খেলবেন মূল ব্যাটার হিসেবে। বোলিং লাইনআপটাও সাজাতে হবে স্পিন বিভাগকে গুরুত্ব দিয়ে। কারণ গল স্পিনস্বর্গ। এই ভেন্যুতে অনুষ্ঠিত শেষ চার টেস্টে প্রায় ১০০ উইকেট গেছে স্পিনারদের দখলে। এদিকটা মাথায় রেখে বাঁহাতি তাইজুল ইসলামের সঙ্গে অফ স্পিনার নাঈম হাসান খেলতে পারেন। তিন স্পিনার খেলালে হাসান মুরাদের কপাল খুলবে। পেস বিভাগে হাসান মাহমুদ ও নাহিদ রানার সুযোগ বেশি। এবাদত হোসেন দুই বছর পর দলে ফিরলেও খেলার সম্ভাবনা কম। শ্রীলঙ্কার এ মাঠে জুটি গড়তে পারলে বড় ইনিংস খেলার সুযোগ থাকে। 

শান্তর মতে, ‘এ কন্ডিশনে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে বেশি। কারণ এখানে স্পিনাররা অনেক উইকেট নেন। আবার অনেক রানও হয়। প্রথম দুই-তিন দিন ব্যাটিংটা গুরুত্বপূর্ণ।’ 

গলে স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে মুশফিকুর রহিম রেকর্ড গড়া জুটি করেন। আশরাফুল ১৯০ রানে আউট হলেও মুশফিক প্রথম দ্বিশতকের দেখা পান। দুটি শতক আর একটি দ্বিশতকে ওই টেস্ট ড্র হয়েছিল। ২০১৭ সালে মিরাজরা খেলেছেন গলেতে। বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের কাছে হেরে যেতে হয়েছিল সে ম্যাচ। 

গল টেস্ট হারলেও কলম্বোয় নিজেদের শততম টেস্ট ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ টেস্ট খেলে ওই একটি মাত্র জয় বাংলাদেশের। আরেকটি জয়ের খোঁজে নামার ম্যাচে বৃষ্টি বাধা হতে পারে। দেশটির আবহাওয়া বিভাগ দিনের বেশির ভাগ সময় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ট স ট চ য ম প য়নশ প চ য ম প য়নশ প র প রথম

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • কীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোর উঠতে বাংলাদেশের হিসাব কী
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে