সাধারণ জ্ঞান-৯: মে-২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব
Published: 19th, June 2025 GMT
সারা বছর শিক্ষার্থীরা অনেক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে। তাদের সহায়তার জন্য প্রথম আলোর এই নিয়মিত আয়োজন।
১. বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী—ইংল্যান্ডের ‘শেফিল্ড’
দলে।
২. বিশ্বের প্রথম সংবাদ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে—ইতালীয় দৈনিক ইল ফোগলিও।
৩.
৪. বাংলাদেশে সমুদ্রপথে (২৪ মার্চ ২০২৫) প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয়—ভোলা জেলায়।
৫. বর্তমানে বাংলাদেশে (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জরিপ) মোট নদ-নদীর সংখ্যা কত—১৪১৫টি।
৬. দেশের দীর্ঘতম নদী হলো—পদ্মা।
৭. দেশের ক্ষুদ্রতম নদী হলো—বলেশ্বর।
৮. আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৫ পেলেন—বানু মুশতাক। তাঁর ছোট গল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য পুরস্কার পান।
৯. বাংলাদেশ নাসার সঙ্গে ‘আর্তেমিস অ্যাকর্ডস’ স্বাক্ষর করে—৫৪ তম দেশ হিসেবে।
১০. বিশ্বে পণ্য রপ্তানিতে (মে ২০২৫) শীর্ষ দেশ হলো—চীন।
১১. বিশ্বের পণ্য আমদানিতে (মে ২০২৫) শীর্ষ দেশ হলো—যুক্তরাষ্ট্র।
১২. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাসের সক্ষমতা বাড়াতে প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ শুরু হয়—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
১৩. বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করেছে চীন, সেতুর নাম—হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ। বইপান নদীর ওপর সেতুর উচ্চতা ২৮৯০ ফুট।
১৪. বিরল খনিজ মৌল হলো ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌল এবং স্ক্যাডিয়াম ও ইত্রিয়াম ধাতু মিলিয়ে সংখ্যা—১৭টি।
১৫. বর্তমানে ব্যাটারি তৈরির মূল উপাদান—লিথিয়াম।
১৬. বিট কয়েন হলো এক ধরনের—ডিজিটাল মুদ্রা।
১৭. বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি—কিহাক সং। ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান।
১৮. প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় আরোহণ করেন—বাবর আলী।
১৯. বিজ্ঞানীরা নতুন রং আবিষ্কার করেন, নাম—ওলো।
২০. যুক্তরাষ্ট্রের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হলো—গোল্ডেন ডোম।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
৪৮তম বিসিএসের তৃতীয় পর্যায়ে ৮৬৪ জনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএসের (বিশেষ) পরীক্ষা-২০২৫–এর সহকারী সার্জন পদের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। তৃতীয় পর্যায়ে মোট ৮৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট থেকে। এ পর্যায়ের পরীক্ষা ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পিএসসি আজ রোববার জানিয়েছে, মৌখিক পরীক্ষা রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও এলাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি
১৭ আগস্ট ২০২৫ (রোববার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
১৮ আগস্ট ২০২৫ (সোমবার): সহকারী সার্জন পদের ১২৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
১৯ আগস্ট ২০২৫ (মঙ্গলবার): সহকারী সার্জন পদের ১৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
২০ আগস্ট ২০২৫ (বুধবার): সহকারী সার্জন পদের ১৬২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার): সহকারী সার্জন পদের ২১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম ১ (BPSC Form-1) ডাউনলোড করে পূরণ করতে হবে। এই ফরম এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের সনদ, জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ ইত্যাদি) মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে। এ ছাড়া বিপিএসসি ফরম–৩ (BPSC Form-3) অনলাইনে পূরণ করে এর ২ কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, বেতন ৩১,০০০১ ঘণ্টা আগেকোনো প্রার্থীর কাছে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে তাদের সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এ অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
*মৌখিকের সময়সূচি দেখুন এখানে
আরও পড়ুনপল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি, পদ ৫৩০২ আগস্ট ২০২৫