দেশে ফিরতে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি
Published: 26th, June 2025 GMT
ইরান ও ইসরায়েলের যুদ্ধপরিস্থিতির কারণে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে ২৮ জন বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান থেকে ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।
এদিকে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো.
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কি না, সেটি আমরা দেখছি। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে হুট করে আবার শুরু হবে; কাজেই আমি অন্তত এক-দুজনের কথা জানি, যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল, তারাই এখন আসতে চাইছে না।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি
চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।