ইবির চারুকলা বিভাগে ভর্তির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত
Published: 27th, June 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চারুকলা বিভাগে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে ১৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট আবেদনকারীর ২৩ দশমিক ৫৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫৮৪ জন। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.
তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আমাদের কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ১৮০ জন পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, বিভাগটির মোট আসনসংখ্যা ৩০। এতে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) জন্য ৯টি, ‘বি’ ইউনিটের (মানবিক) জন্য ১৫টি ও ‘সি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুটি জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দুটি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৭৬ দশমিক ৬৯ মিলিয়ন বা ৭ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে।
সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয় আজ।
এই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএর বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসম আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ) (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর বিআর ডব্লিউটিপি-ডব্লিউ২-০১, বিআর ডব্লিউটিপি-ডব্লিউ৩-০১ অ্যান্ড বিআর ডব্লিউটিপি-ডব্লিউ১-০২–এর অবশিষ্ট কাজ বাস্তবায়নে সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।