লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৬ নম্বর পাটারীর হাট ইউনিয়নের খায়েরহাট এলাকার বাসিন্দা মো. কাদির মিয়া। অসুস্থ স্ত্রীকে নিয়ে মানবেতর দিন কাটাতেন। নিঃসন্তান কাদেরের স্ত্রী ১২ বছর ধরে প্যারালাইজড হয়ে ঘরে শয্যাসায়ী। উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় খুব কষ্টে দিন কাটান তারা। এরই মধ্যে ট্রলারডুবিতে স্বামী মারা যাওয়ায় তাঁর ছোট মেয়ে দুই নাতনি নিয়ে আশ্রয় নেন বাবার বাড়ি। কাদির মিয়া পলিথিন টাঙানো ঘরটিতে বসবাস করতেন চার সদস্য নিয়ে। বিধবা মেয়ে, দুই নাতনি ও প্যারালাইজড স্ত্রীকে নিয়ে খুব মানবেতর দিন কাটাতেন কাদির মিয়া। যেখানে দুই বেলা খাবার জোটাতে হাত পাততে হতো মানুষের কাছে সেখানে ভালো ঘরে থাকা ছিল আকাশচুম্বী স্বপ্ন। পৈত্রিক ভিটাতে বসবাস করলেও ঘর করার সামর্থ্য ছিল না কাদিরের। একই এলাকার বাসিন্দা পুলিশ সদস্য মো.

দোলন তাঁর প্রতিবেশীদের মাধ্যমে কাদির মিয়ার নিদারুণ কষ্টের জীবনযাপনের কথা জানতে পারেন। দোলন ছাত্রজীবন থেকেই অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় চাকর জীবনেও কাজ করে যাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে। পুলিশ সদস্য দোলনের নেওয়া বিভিন্ন উদ্যোগে সাড়া দেন পরিচিতজনেরা। ফেসবুকের মারফতে অনেকেই এগিয়ে আসেন তাঁর নেওয়া কল্যাণমূলক উদ্যোগে। কাদির মিয়ার জীবনের কষ্টের কথা ছবিসহ ফেসবুকে আপলোড করেন দোলন। সেই ছবি দেখে পুলিশ সদস্য দোলনের সৌদি আরবপ্রবাসী বন্ধু শাহিন এগিয়ে আসেন এবং কাদির মিয়ার জীবনের অপরাহ্ণে তাঁর স্বপ্নের ঠিকানা–একটি ঘর নির্মাণ করে দেন। সেই সঙ্গে কাদির মিয়ার সংসারে উপার্জনের লক্ষ্যে বিধবা মেয়ে আসমা বেগমকে সেলাই কাজ শেখানোর ব্যবস্থা করেন এবং একটি সেলাই মেশিন ও কিছু কাটা কাপড় কিনে দেন দোলন। কাদির মিয়ার অসুস্থ স্ত্রীর জন্য ব্যবস্থা করেন একটি হুইলচেয়ারের। দোলনের মানবিকতায় বদলে যায় কাদিরের জীবনধারা। বর্তমানে মেয়ের সেলাই কাজের আয় দিয়ে ভালোভাবে চলছে তাদের জীবন। ঝড় বৃষ্টি এলে অসুস্থ স্ত্রীকে নিয়ে আগে পাশের বাড়িতে আশ্রয় নিতে হলেও এখন থাকেন নিজের ঘরেই। কাদির মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘১২ বছর ধইরা অসুখে পইড়া রইছি কেউ খবর নেয় নাই, বাইরে বের হইতে পারি নাই, চলার মতো এই গাড়িটা পাই আমি অনেক খুশি, আমি আমনেগো জন্য দোয়া করমু, আমি অহন নিজে নিজে বের হইতে পারি গাড়িতে চড়ে, ঈদের দিন আমি আশেপাশের সব বাড়িতে ঘুইরা ঘুইরা সবারে দেখতে গেছি।’ 
নিজের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে দোলন বলেন, ‘আমি এমন অসংখ্য অসহায় মানুষের হাসি মুখের কারণ হয়েছি। ছোট্ট এই জীবনে চেষ্টা করেছি অসহায় মানুষের কল্যাণে কাজ করার; বাকি জীবনটাও করে যাব ইনশাআল্লাহ। চাকরিজীবনের শুরুটা বান্দরবান পার্বত্য জেলায় এবং পরে চট্টগ্রাম জেলায়। সেই সব কর্মস্থলেও রেখেছি প্রশংসনীয় ভূমিকা। অসহায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং পরিবেশ-প্রকৃতি নিয়ে কাজ করি আমি।’
পুলিশ সদস্য দোলন এই মানবিক ও সমাজসেবামূলক কাজের জন্য পুলিশপ্রধানের কাছ থেকে পেয়েছেন আইজিপি ব্যাজ ও বিভিন্ন সম্মাননা। u

উৎস: Samakal

কীওয়ার্ড: অসহ য় পর ব র অসহ য় ম ন ষ র প ল শ সদস য কল য ণ র জ বন ক জ কর

এছাড়াও পড়ুন:

আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র‍্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।

কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।

আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫

ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’

ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।

নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’

২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।

আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫

তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’

ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।

ইয়ামালের গোল উদ্‌যাপন। কাল রাতে এলচের বিপক্ষে

সম্পর্কিত নিবন্ধ