ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচটি খেলার মধ্য দিয়ে একটি রেকর্ডও ছুঁয়ে ফেলবে জাবি আলোনসোর দল। কোয়ার্টার ফাইনালে জয় পেলে গড়বে রেকর্ডও।

রেকর্ডটি হলো এক মৌসুমে ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ১৯৮৩-৮৪ মৌসুমে লিভারপুল ও ২০১২-১৩ মৌসুমে চেলসি গড়েছে এই রেকর্ড। দুই দলই সমান ৬৭টি করে ম্যাচ খেলেছিল এই দুই মৌসুমে।

আরও পড়ুননারী এশিয়ান কাপে ভালো করলে বিশ্বকাপের টিকিটও মিলতে পারে ঋতুপর্ণাদের১ ঘণ্টা আগে

ট্রান্সফারমার্কেট জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিজেদের ক্লাব রেকর্ড ছুঁয়েছে তারা। ২০০১-০২ মৌসুমে ৬৬ ম্যাচ খেলেছিল রিয়াল।

অর্থাৎ ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নেমে লিভারপুল এবং চেলসির রেকর্ড ছুঁয়ে ফেলবে মাদ্রিদের ক্লাবটি। আর সেমিফাইনালে উঠতে পারলে তখন রেকর্ডটি নিজেদের দখলে নিয়ে নেবে রিয়াল। ফাইনালে উঠলে এ মৌসুমে রিয়ালের ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৬৯—স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি ইউরোপের ক্লাব ফুটবলে।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো পর্যন্ত দারুণ খেলেছে রিয়াল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প র র কর ড ফ ইন ল

এছাড়াও পড়ুন:

নতুন সিনেমায় শাকিব খান, মোশাররফ করিম কি বাদ

দুই দিন ধরেই শোনা যাচ্ছে শাকিব খানকে নিয়ে নাট্য পরিচালক আবু হায়াত মাহমুদ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাঁরা চুক্তিও করেছেন। এর সঙ্গে আরও শোনা যায়, এই পরিচালকের ঘোষণা করা এক বছর আগের একটি সিনেমায় মোশাররফ করিমের চরিত্রেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। তাহলে কি মোশাররফ করিম বাদ যাচ্ছেন? সিনেমাটি নিয়ে কী হচ্ছে, সেটাই জানালেন পরিচালক।

জানা গেল, নতুন সিনেমায় থাকছেন শাকিব খান। ঈদে ‘তাণ্ডব’ মুক্তির পরে বেশ কিছু সিনেমায় শাকিব খানের চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেলেও অবশেষে শাকিব খানকে পাওয়া গেল আবু হায়াতের সিনেমায়। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। আবু হায়াত বলেন, ‘আমরা বেশ কয়েকবার শাকিব খানের সঙ্গে গল্প নিয়ে বসেছিলাম। তিনি আমাদের গল্প, প্রেক্ষাপট খুবই পছন্দ করেছেন। প্রশংসা করেছেন। যে কারণে তিনি সিনেমা নিয়ে আগ্রহী হন। গতকালই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই।’

শাকিব খান

সম্পর্কিত নিবন্ধ