প্রতারণা ঠেকাতে পাগলা মসজিদে ডোনেশন ওয়েবসাইট উদ্বোধন
Published: 4th, July 2025 GMT
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে মানত গ্রহণের নামে প্রতারণা ঠেকাতে এবং মানতকারীদের ভোগান্তির অবসানে এবার উদ্বোধন করা হলো ডোনেশন ওয়োবসাইট। মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে নামে ওয়েবসাইটটি উদ্বোধন করেছেন।
এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, বিভিন্ন প্রতারক চক্র অনলাইন ব্যাংকিং প্রযুক্তির মাধ্যমে পাগলা মসজিদের মানতকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এ ছাড়া দূরের বহু মানুষকে কষ্ট করে এসে মানতের টাকা দিতে হতো। আবার দেশ-বিদেশের অনেকের পক্ষে মানত পৌঁছে দেওয়া সম্ভবও হতো না। প্রতারক চক্রের প্রতারণা বন্ধ এবং দেশ-বিদেশের মানতকারীদের সুবিধার জন্য এই ওয়েবসাইটটি ভূমিকা রাখবে। এখন অনলাইনে যে কেউ অনুদান বা মানতের টাকা পাঠাতে পারবেন।
প্রতি তিনমাস অন্তর পাগলা মসজিদের ৮ থেকে ১০টি দানবাক্স খুলে কয়েক কোটি টাকা পাওয়া যায়। সাথে সোনা-রূপা আর ডায়মন্ডের অলঙ্কার ও বিদেশি মুদ্রাও পাওয়া যায়। এ ছাড়া প্রতিদিনই হাঁস-মুরগি আর গবাদি পশুসহ বিভিন্ন সামগ্রি পাওয়া যায়। সর্বশেষ ১২ এপ্রিল পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ, ৮০ হাজার ৬৮৭ টাকা। সাথে অলঙ্কার ও বিদেশি মুদ্রা ছিল।
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পাগলা মসজিদের খতিব মুফতি মাওলানা আশরাফ আলী, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, আল জাতিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মসজ দ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ অক্টোবর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ।
নারী ওয়ানডে বিশ্বকাপবাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ওয়ার্ল্ড ট্যুর
বেলা ২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২