ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন রাশফোর্ডসহ ৫ জন
Published: 5th, July 2025 GMT
রুবেন আমোরিম এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি এমন একটি উদ্যমী ও ঐক্যবদ্ধ দল গড়তে চান, যারা পুরোপুরি ইউনাইটেডের হয়ে বড় শিরোপার জন্য লড়াইয়ে মনোযোগী।
২০২৫–২৬ মৌসুম সামনে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন শুরু হবে সোমবার। তবে ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডের এই অনুশীলনে থাকছেন না মার্কাস রাশফোর্ডসহ ৫ জন। বাকি চার খেলোয়াড় হচ্ছেন আলেহান্দ্রো গারনাচো, জেডন সানচো, অ্যান্টনি ও টাইরেল ম্যালাসিয়া। পাঁচ ফুটবলারই ক্লাবকে জানিয়ে দিয়েছেন, তাঁরা দল ছাড়তে চান।
দ্য টাইমস জানিয়েছে, এরই মধ্যে ক্লাব ছাড়তে যাওয়া খেলোয়াড়দের জার্সি নম্বর সরিয়ে নিয়েছে ইউনাইটেড। ৭ বছর রাশফোর্ডের নামে থাকা ১০ নম্বর জার্সি নতুন খেলোয়াড় ম্যাথিউস কুনহাকে দেওয়া হয়েছে। ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে এবার ৬.
রাশফোর্ডসহ যে ৫ ফুটবলার ক্লাব ছাড়তে চলেছেন, তাঁদের সবারই পরবর্তী গন্তব্য এখন পর্যন্ত অনিশ্চিত। দর–কষাকষি করে দল চূড়ান্ত করতে সময় লাগবে বলে তাঁদের চলতি মাসের শেষ দিক পর্যন্ত ক্যারিংটনে আসতে হবে না বলেছে ইউনাইটেড। আর যদি তাঁরা দলবদল করতে না পারেন, তাহলে পাঁচজনকেই জুলাইয়ের শেষ দিকে আবার ইউনাইটেডে যোগ দিতে বলা হয়েছে। এর আগে তাঁরা চাইলে ক্যারিংটনের অনুশীলন–সুবিধা ব্যবহার করতে পারবেন। তাঁদের জন্য কোচিং স্টাফও বরাদ্দ থাকবে, যাতে তাঁরা মূল দল থেকে আলাদা থেকে কাজ করতে পারেন।
আরও পড়ুনগিনেস বুকে জায়গা পাওয়া ১০ ক্রীড়াবিদ৩ ঘণ্টা আগেরুবেন আমোরিম ও তাঁর কোচিং স্টাফ শুক্রবার থেকেই কাজ শুরু করেছেন। ২২ জুলাই প্রাক্–মৌসুমের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে ইউনাইটেড। সেখানে তিন ইংলিশ ক্লাব এভারটন, ওয়েস্টহাম ও বোর্নমাউথের বিপক্ষে খেলবে দলটি।
ইউনাইটেড কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ২৭ বছর বয়সী রাশফোর্ড ইউনাইটেডের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এবং ক্লাবের অন্যতম সফল একাডেমি গ্র্যাজুয়েট হিসেবে তিনি সব সময়ই সম্মান পাবেন। গত মৌসুমে রাশফোর্ডের সঙ্গে আমোরিমের দূরত্ব তৈরি হয়েছিল। ইংলিশ ফরোার্ডের মনোযোগ ও নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন পর্তুগিজ কোচ।
অ্যাস্টন ভিলায় ধারে খেলেছেন মার্কাস রাশফোর্ড।উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইবিএল ও মাস্টারকার্ড আনল বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড
ছবি: ইবিএলের সৌজন্যে