কর্নেল বি সন্তোষের চরিত্রে সালমান, এলো ফার্স্টলুক
Published: 5th, July 2025 GMT
মাস তিনেক আগে মুক্তি পেয়েছিল সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি সিনেমাটি। তবে সালমান তো সালমানই, তিনি সবসময়ই ফিরতে মরিয়া। তারই প্রমাণ মিললো আরও একবার। নতুন সিনেমা নিয়ে আসছেন সাল্লু ভাই।
আচমকাই ভক্তদের চমকে দিলেন যেন। নিজের পরের সিনেমা, ‘ব্যাটল অব গালওয়ান’-এর ঘোষণা তো দিলেনই, সেইসাথে প্রকাশ করলেন ছবির ফার্স্টলুকও।
৫ জুন অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পিকচার শেয়ার করে আনুষ্ঠানিকভাবে জানান দিলেন, আবারও আসছেন তিনি।
জানা গেছে, ২০২০ সালে লাদাখে সংঘটিত ভারত ও চীনের মধ্যে সংঘাতই ছবিতে তুলে ধরবেন নির্মাতা অপূর্ব লাখিয়া। এই প্রথম কোনও সত্য ঘটনার আলোকে, যুদ্ধ-পরিস্থিতি নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করছেন সালমন। সিনেমায় তার বিপরীতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যেতে পারে।
সালমান এখানে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। যিনি চীনা সেনাদের সাথে সংঘর্ষের সময় ১৬টি বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন।এটাও জানা গেছে, চলতি মাসেই লাদাখে ছবির শুটিং শুরু হচ্ছে।
সিনেমার ফার্স্টলুকে সালমনকে দেখা যাচ্ছে একজন ভারতীয় সেনার পোষাকে।চেহারায় ক্ষত, রক্তের চিহ্ন রয়েছে। এছাড়া, পেরেক গাঁথা মুগুর দেখা যাচ্ছে কাঁধের ওপর।
স্বভবতই, ফার্স্ট লুক দেখে উচ্ছ্বসিত সালমান ভক্তরা। তারা আশা করছেন, এবার বোধ হয় খরা কাটতে চলেছে প্রিয় অভিনেতার।
ফার্স্টলুক দখে একজন মন্তব্য করছেন, ‘ভাই ফের বক্স অফিস জয় করতে আসছেন’। আরেকজন লিখেছেন, ওহ মাই গড! বলিউড সুলতান ফিরছেন!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘বলিউডের আসল হিরো ফিরছেন।’
প্রসঙ্গত, ভারতের ইতিহাসে ‘গালওয়ান’ সংঘাত খুবই গুরুত্বপূর্ণ। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত চরমে পৌঁছায়। তখন, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুচ উচ্চতায় দুই দেশের বাহিনী পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটে। প্রায় ৪৫ বছরের মধ্যে চীন-ভারত সীমান্ত সংঘাতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এমনকি, গালওয়ান সংঘর্ষ নিয়ে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও শুরু হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিড়াল দত্তক নিলে মিলবে ফ্ল্যাট
এই পৃথিবীতে মানুষ বড় একা। আর একাকীত্ব ঘোচানোর জন্য মানুষকে যেমন খুঁজে ফেরে আবার কেউ কেউ প্রাণীদের পরম যত্নে পোষেন। চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা লংয়ের (ছদ্মনাম) একজন নিঃসন্তান। স্ত্রী মারা যাওয়ার পরে একেবারে একা জীবন যাপন করছিলেন লং। একদিন বৃষ্টিভেজা রাস্তায় চারটি বিড়াল কুড়িয়ে পান, তারপর সেই বিড়ালগুলোকে নিজের বাড়িতে জায়গা দেন। সবশেষে একটি বিড়াল বেঁচে আছে। নিজেই বিড়ালটির দেখাশোনা করতেন। কিন্তু লংয়ের বয়স বেড়েছে। বয়সের ভারে বিড়ালটির ঠিকঠাক যত্ন নিতে পারেন না।
স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘‘ভালো ব্যক্তি পেলে নিজের ফ্ল্যাট ও জমানো সব অর্থ দিয়ে বিড়ালটাকে দত্তক দিতে চান লং। তবে লংয়ের পোষা বিড়াল সিয়ানবার যত্নে কোনো ত্রুটি করা যাবে না।’’
৮২ বছর বয়সী লংয়ের বিড়ালের জন্য উত্তরাধিকারী খোঁজার বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পরে অনলাইনে অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
আরো পড়ুন:
চা দিয়ে চুলের যত্ন নেবেন যেভাবে
শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, নারী গ্রেপ্তার
একজন লিখেছেন, ‘‘যদি কেউ এ প্রস্তাবে রাজি না হয়, তাহলে বুঝতে হবে, চীনের মানুষেরা বিড়াল ভালোবাসতে পারে না।, নয়তো শর্তগুলো কঠিন।’’
এক নারী মন্তব্য করেছেন, ‘‘আমি বিড়ালটিকে নিতে রাজি, টাকার দরকার নেই। আমি নিজেও ভেবেছি, আমার মৃত্যু হলে বিড়ালটি কে দেখবে? যদি কাউকে বিশ্বাস না করা যায়, তাহলে উত্তরাধিকারীর জন্য অর্থ রেখে যাওয়া যেতে পারে, যাতে বিড়ালটা বোঝা না হয়ে ওঠে।’’
উল্লেখ্য, চীনে এখন পর্যন্ত পোষা প্রাণীর প্রতি নির্যাতন ঠেকাতে নির্দিষ্ট আইন নেই। কিন্তু গত কয়েক বছরে দেশটির পোষা প্রাণী বাজার দ্রুত বেড়েছে।
ঢাকা/লিপি