কেসিসির সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
Published: 9th, July 2025 GMT
জ্ঞাত আয় বহির্ভূত ১৭ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।
তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। মামলায় কেসিসির মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আরো পড়ুন:
মুরাদনগরে ৩ জনকে হত্যা: ৮ জন রিমান্ডে
হত্যাকাণ্ডের পর গা ঢাকা, একসঙ্গে গ্রেপ্তার ৭ আসামি
হাবিবুন নাহারের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান। মামলায় বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী পদে এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
একটি মামলার বাদী খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী মামলা দুটি রুজু করা হয়েছে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সমন ব ত জ ল
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ অক্টোবর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ।
নারী ওয়ানডে বিশ্বকাপবাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ওয়ার্ল্ড ট্যুর
বেলা ২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২