সামনে বিপদ, খাদ্য মজুদের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের
Published: 9th, July 2025 GMT
ইউরোপীয় কমিশন জানিয়েছে, সামরিক আক্রমণ, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের জন্য আরো ভালোভাবে প্রস্তুত থাকার জন্য ইউরোপীয় ইউনিয়েনের (ইইউ) উচিত খাদ্য, ওষুধ, জেনারেটর এবং কাঁচামালের মজুদ তৈরি করা।
মজুদ সংক্রান্ত প্রথম কৌশলের রূপরেখা তুলে ধরে বুধবার ইইউ নির্বাহী জানিয়েছেন, সদস্য দেশগুলোর উচিত পানি পরিশোধন পণ্য, সমুদ্রের তলদেশে তার মেরামতের জন্য সরঞ্জাম, ড্রোন এবং সংঘাতের সময়ে ব্যবহারের জন্য ভাসমান সেতুর জরুরি সরবরাহ বিবেচনা করা।
চলতি বছরের শুরুতে ইউরোপের জনসাধারণকে সামরিক আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিভ্রাট বা বড় শিল্প দুর্ঘটনা মোকাবেলা করার জন্য ৭২ ঘন্টার জন্য পর্যাপ্ত খাদ্য, পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করার আহ্বান জানানো হয়েছিল। ইইউর প্রস্তুতি কৌশলের অংশ হিসেবে, কর্মকর্তারা কী মজুদ করা উচিত এবং মহামারী, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ, রাসায়নিক, পারমাণবিক বা জৈবিক হুমকির মতো জরুরি স্বাস্থ্য অবস্থার জন্য কীভাবে প্রস্তুতি জোরদার করা যায় তা নিয়ে কাজ করছেন।
পরিকল্পনাগুলো কোভিড মহামারী থেকে নেওয়া শিক্ষাকে প্রতিফলিত করে। ওই সময় ইইউ সদস্য দেশগুলো নিজেদের জন্য মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করতে হিমশিম খাচ্ছিল। সবচেয়ে বেশি প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি তৈরি হয়েছিল জোটের দেশগুলোতে।
জোটের কৌশল অনুসারে, ইইউর উচিত বিভিন্ন সংকটের জন্য তৈরি অ-সম্পূর্ণ পণ্যের তালিকা নিয়মিত আপডেট করা। ২০২৬ সালের মধ্যে ইইউ আগ্রহী কোম্পানিগুলোর পক্ষে যৌথভাবে এই জাতীয় পণ্য কেনার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করেছে। একই বছরের মধ্যে, ইইউর কাছে মজুদ বা যৌথ ক্রয়ের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত ওষুধ এবং চিকিৎসা প্রযুক্তির একটি তালিকা থাকবে।
ছোট কোম্পানি এবং স্টার্টআপগুলিকে উদ্ভাবনী ওষুধ এবং চিকিৎসা প্রযুক্তি বিকাশে উৎসাহিত করার জন্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সমর্থিত একটি ঋণ প্রকল্পের বাজেট ২০২৭ সালের মধ্যে দ্বিগুণ করে ২০০ মিলিয়ন ইউরো করা হবে।
ব্লকটি একটি বর্জ্য জল পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরির জন্যও কাজ করছে যা লক্ষণ দেখা দেওয়ার আগে সংক্রামক রোগ সনাক্ত করার জন্য ‘প্রাথমিক সতর্কতা রাডারের মতো কাজ করবে।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র র জন য ইউর প
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।
আরো পড়ুন:
নাঈমকে বাদ দিয়ে সৌম্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল
বিশ্বকাপের আরো এক ম্যাচ বৃষ্টির পেটে
টস জিতে জ্যোতি বলেন, “আজ আমাদের মূল লক্ষ্য হলো বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আগের ম্যাচে আমরা কমপক্ষে ৩০–৪০ রান কম করেছি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি ফারিহা তৃষ্ণা ও নিশিতা আখতার ফিরেছেন একাদশে। আমাদের বোলিং ইউনিটটা খুবই শক্তিশালী। আগের ম্যাচে নাহিদা আক্তার চোট পেয়েছে, ওর কিছুটা সময় লাগবে সেরে উঠতে। আগের ম্যাচের পর মানসিকভাবে সামলে ওঠা কঠিন ছিল, কিন্তু কোনো অজুহাত দিতে চাই না। আমরা চাই খেলা উপভোগ করতে, নিজেদের শতভাগ উজাড় করে দিতে।”
অ্যালিসা হিলি বলেন, “আমিও আসলে টস জিতলে ব্যাটিংই নিতে চেয়েছিলাম। আজ বাতাসটা মনোরম, সূর্যের আলোও ভালো—মেয়েরা খেলতে উপভোগ করবে নিশ্চয়ই। ২০১১ সালে এই মাঠটা ছিল আমার প্রিয় জায়গা, তাই এখানে খেলতে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। দলে দুটি পরিবর্তন এনেছি- ডার্সি ব্রাউন ফিরেছে কিম গার্থের জায়গায়, আর জর্জিয়া ওয়ারহ্যাম খেলছে সোফি মোলিনিউক্সের জায়গায়। ইন্দোরে টানা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই সবাইকে সতেজ রাখতে চাই। ব্রাউনকে সুযোগ দেওয়া হয়েছে, ও কীভাবে শুরু করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”
বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, শর্না আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আখতার নিশি ও ফারিহা তৃষ্ণা।
অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম, ডার্সি ব্রাউন, আলানা কিং ও মেগান শাট।
ঢাকা/আমিনুল