পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। তাদের বিরুদ্ধে সোহাগের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষে থেকে মামলা করা হয়। আসামিরা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পদাক রজ্জব আলী পন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। তাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন জন্য বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

এতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল।

এদিকে এ ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বিএনপি বহিষ্কার করেছে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এদিকে ভাঙাড়ি ব্যবসায়ীকে ইট-পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় দুইজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এর মধ্যে গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের ৫ দিন ও তারেক রহমান রবিনের ২ দিন রিমান্ড মঞ্জুর করা হয়।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো.

সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: য বদল হত য য বদল র ক ন দ র কম ট র স ব যবস য় ঘটন য়

এছাড়াও পড়ুন:

ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ এক্সপো শুরু আজ

ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার এক্সপো ভিলেজে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো–২০২৫’ এবং প্রথমবারের মতো ‘সাইনেজ টেকনোলজি এক্সপো-২০২৫’।

বুধবার (১৫ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এক্সপোটি চলবে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা ৩০মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ সবার জন্য উন্মুক্ত ও সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।

কিচেন সলিউশন, ইন্টেরিয়র, ফার্নিচার, ফার্নিচার ফিটিংস, কার্টেন, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য নিয়ে ইন্টেরিয়র টেকনোলজি এক্সপো আয়োজন করছে এফ টাচ ইভেন্টস লিমিটেড। অন্যদিকে ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারি, উড ও মেটাল টেকনোলজি নিয়ে সেকেন্ড ফার্নিটেক এক্সপো এর পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন। এছাড়া, একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইনেজ মেশিনারিজ ও ডিজিটাল সাইনেজ নিয়ে সাইনেজ টেকনোলজি এক্সপো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক স্থপতি ড. এম মাসুদ উর রশিদ এবং বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিন।

৫০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৭০টি দেশি বিদেশি ব্র্যান্ড এর কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, ডোর, বোর্ড প্রিন্টিং মেশিন, ইন্টেরিয়র সেক্টরে ব্যবহৃত সফটওয়ার, হোম অটোমেশন প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন। পাশাপাশি ফার্নিচার শিল্প ও কাঠের দরজা নিয়ে যারা কাজ করেন তাদের জন্যও থাকছে ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম, টুলস ও মেশিনারিজের সমাহার।
 
বাংলাদেশ সহ ৯টি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, উড জালিকাটিং, মেটাল জালিকাটিং, ফার্নিচার ফিটিংস ও এক্সেসরিস, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করছে।

উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, “দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য একটি চমক হতে যাচ্ছে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, ছাত্র-ছাত্রী এবং এই খাতের অভিজ্ঞদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই ফেয়ারটি।”

তিনি আরো বলেন, “যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য সম্পর্কে ধারণা নিতে চান এবং ফার্নিচার ও কাঠের দরজা শিল্পের সঙ্গে জড়িত কিংবা জড়িত হতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন।”

আয়োজকদের পক্ষ থেকে এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ জানান, এই মেলায় ইন্টেরিয়র টেকনোলোজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথম বারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যাবহারের সফটওয়ার প্রদর্শিত হতে যাচ্ছে যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পে বিশেষ অবদান রাখবে।

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ