কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত) নতুন করে ৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এ সময়ে উপজেলায় বেসরকারি হাসপাতালগুলোতে ৩১১ রোগীর রক্ত পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত ৭২ জনের মধ্যে ১৭ জন বর্তমানে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ জুন থেকে ১২ জুলাই সকাল ১০টা পর্যন্ত ১১ হাজার ২২ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৫ জনের শরীরে। গুরুতর অবস্থায় ৪০ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক স্কুল-কলেজের শিক্ষার্থী। এতে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামে উপজেলায় প্রথম ডেঙ্গু ছড়ায়। ওই গ্রামের এক বাসিন্দা প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং এখন তা পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ উদক ন দ উপজ ল য়

এছাড়াও পড়ুন:

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন গ্রামবাসী।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।

স্থানীয়রা জানান, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছিল। গত রাতে মুনজেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে ভোররাত পর্যন্ত তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

আরো পড়ুন:

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম

পিআর না, ফেয়ার নির্বাচন চায় জনগণ: দুলু

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন, ‘‘এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে দুজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। এখন ওই নারীর স্বামী তাকে নিয়ে আর সংসার করবেন না বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মোবাইলে জানিয়েছেন। অভিযুক্ত দুজন দুজনকে বিয়ে করতে রাজি আছেন। সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।’’

ঢাকা/চন্দন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ