চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘স্পেশাল মেনশন’ পেয়ে ইতিহাস গড়েছে ‘আলী’। সেই জয়ের রেশ না কাটতেই এবার এই বাংলাদেশি চলচ্চিত্র পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এমআইএফএফে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য সিনেমা উৎসবটির অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে।

জানা গেছে, আগামী ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় মেলবোর্ন শহরের এসিএমআই টু হলে হবে ‘আলী’র অস্ট্রেলিয়ান প্রিমিয়ার। এরপর ১৮ আগস্ট রাত সাড়ে ৯টায় সিনেমাটি প্রদর্শিত হবে কিনো ওয়ান প্রেক্ষাগৃহে।

মেলবোর্নে নির্বাচিত হওয়ার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, “কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আলী’-কে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।”

সিনেমাটির অন্যতম প্রযোজক তানভীর হোসেন জানিয়েছেন, এই দুটি প্রদর্শনী হবে উৎসবের আন্তর্জাতিক দর্শকদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

‘আলী’র গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের উপকূলীয় শহরের এক কিশোরকে ঘিরে। যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। এমন এক পরিবেশে বেড়ে ওঠা কিশোর ‘আলী’ গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। তার গলায় রয়েছে এক অদ্ভুত বৈশিষ্ট্য। সে একসঙ্গে পুরুষ ও নারীকণ্ঠে গান গাইতে পারে!

এই বিশেষ ক্ষমতা তার স্বপ্নকে যেমন ডানা দেয়, তেমনি সমাজের চোখরাঙানিতে বিপন্নও করে তোলে। সমাজ ও আত্মপরিচয়ের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এক মানবিক সংকটে। নোয়াখালীর ছেলে আল আমিন অভিনয় করেছে শিরোনাম চরিত্র ‘আলী’র ভূমিকায়।

ছোট শহরের সহজ-সরল এক কিশোরের ভূমিকায় তার নিপুণ ও হৃদয়গ্রাহী অভিনয় সিনেমার আবেগকে স্পর্শযোগ্য করে তোলে। আলীর মা চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী সোমা। যার সংলাপ ও অভিব্যক্তিতে ফুটে ওঠে এক বঞ্চিত নারীর অসহায়তা, সন্তানকে আগলে রাখার যন্ত্রণাদায়ক প্রচেষ্টা।

সিনেমার চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ক্যামেরার চোখে তুলে ধরেছেন উপকূলীয় নিসর্গ ও নিঃসঙ্গতাকে মোহনীয় আলোর বিন্যাসে। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির আরেক প্রযোজক ক্রিস্টিন ডি লিয়ন।

‘আলী’র মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও ফিলিপাইনের আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান।

সিনেমাটি ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে পাঠানো হয়েছে। বিষয়বস্তু, নির্মাণ ভাষা ও সামাজিক বার্তা মিলিয়ে এটি হয়ে উঠেছে এক পরিপূর্ণ গ্লোবাল সিনেমা। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ‘আলী’ এখন প্রস্তুত বিশ্বের দর্শকের হৃদয় ছুঁয়ে যেতে। এর আগে ২০২১ সালে কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।

তারও আগে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ ২০০২ সালে ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে জিতে নিয়েছিল ফিপরেসি পুরস্কার। তবে কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবারই প্রথম আদনানের ‘আলী’র হাত ধরে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আদন ন আল র জ ব চলচ চ ত র আদন ন

এছাড়াও পড়ুন:

৬ কোটি টাকার টিকিট বিক্রি

চলতি বছরের তৃতীয় ছবি হিসেবে মাল্টিপ্লেক্সে ছয় কোটি টাকার টিকিট বিক্রি করল তানিম নূরের ‘উৎসব’। মুক্তির ৩৩ দিনে এ কীর্তি গড়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এ টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি পেছনে ফেলেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাকে।

সিনেমার নির্মাতা তানিম নূর প্রথম আলোকে বলেন, ‘মাল্টিপ্লেক্সের মতো সিঙ্গেল স্ক্রিন ও দেশের বাইরে এখনো বেশ ভালো চলছে ‘উৎসব’। তবে সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়াতে এখনো জানাতে পারিনি আমরা। আজ ৩৪তম দিন চলছে। গতকালও কয়েকটি হাউসফুল শো গেছে, আজকেও বেশ ভালো যাচ্ছে। সব মিলিয়ে এখনো দর্শকের দারুণ আগ্রহ দেখতে পাচ্ছি।’
দেশের মতোই ‘উৎসব’ চলছে বিদেশের মাটিতে। সিনেমাটি দেশের বাইরে মুক্তি পায় ২০ জুন। ১৭ দিনের হিসাব অনুযায়ী এটি শুধু উত্তর আমেরিকা থেকেই আয় করেছে ১ লাখ ৪৬ হাজার ডলার।
পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পায় তানিম নূরের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর দেখা গেল, কথাটা একেবারে মিথ্যা নয়। এবারের ঈদে ‘উৎসব’ হয়ে উঠেছে পারিবারিক দর্শকের প্রথম পছন্দ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

আরও পড়ুনসিডনিতে ‘উৎসব’–এ মেতেছেন প্রবাসীরা২৯ জুন ২০২৫

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।

সম্পর্কিত নিবন্ধ

  • লস অ্যাঞ্জেলেস মাতাবেন ঢাকার তারকারা
  • ঢাকার একঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’
  • ঢাকার তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’
  • টিএসসিতে আনন্দ-আড্ডায় সাংবাদিকতা বিভাগের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরা
  • ঈশ্বরদীতে বর্ষা উৎসবে দুই বাংলার কবি-সাহিত্যিকরা
  • ‘উৎসব’–এর টিকিট নেই...
  • ধানমন্ডিতে প্রাণের আম উৎসব শুরু, দ্বিতীয় দিনের আয়োজন আজ
  • টি–টোয়েন্টিতেও হার দিয়েই শুরু বাংলাদেশের
  • ৬ কোটি টাকার টিকিট বিক্রি