কানে জয়ের পর মেলবোর্নে আদনানের ‘আলী’
Published: 12th, July 2025 GMT
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘স্পেশাল মেনশন’ পেয়ে ইতিহাস গড়েছে ‘আলী’। সেই জয়ের রেশ না কাটতেই এবার এই বাংলাদেশি চলচ্চিত্র পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এমআইএফএফে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য সিনেমা উৎসবটির অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে।
জানা গেছে, আগামী ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় মেলবোর্ন শহরের এসিএমআই টু হলে হবে ‘আলী’র অস্ট্রেলিয়ান প্রিমিয়ার। এরপর ১৮ আগস্ট রাত সাড়ে ৯টায় সিনেমাটি প্রদর্শিত হবে কিনো ওয়ান প্রেক্ষাগৃহে।
মেলবোর্নে নির্বাচিত হওয়ার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, “কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আলী’-কে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।”
সিনেমাটির অন্যতম প্রযোজক তানভীর হোসেন জানিয়েছেন, এই দুটি প্রদর্শনী হবে উৎসবের আন্তর্জাতিক দর্শকদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
‘আলী’র গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের উপকূলীয় শহরের এক কিশোরকে ঘিরে। যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। এমন এক পরিবেশে বেড়ে ওঠা কিশোর ‘আলী’ গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। তার গলায় রয়েছে এক অদ্ভুত বৈশিষ্ট্য। সে একসঙ্গে পুরুষ ও নারীকণ্ঠে গান গাইতে পারে!
এই বিশেষ ক্ষমতা তার স্বপ্নকে যেমন ডানা দেয়, তেমনি সমাজের চোখরাঙানিতে বিপন্নও করে তোলে। সমাজ ও আত্মপরিচয়ের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এক মানবিক সংকটে। নোয়াখালীর ছেলে আল আমিন অভিনয় করেছে শিরোনাম চরিত্র ‘আলী’র ভূমিকায়।
ছোট শহরের সহজ-সরল এক কিশোরের ভূমিকায় তার নিপুণ ও হৃদয়গ্রাহী অভিনয় সিনেমার আবেগকে স্পর্শযোগ্য করে তোলে। আলীর মা চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী সোমা। যার সংলাপ ও অভিব্যক্তিতে ফুটে ওঠে এক বঞ্চিত নারীর অসহায়তা, সন্তানকে আগলে রাখার যন্ত্রণাদায়ক প্রচেষ্টা।
সিনেমার চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ক্যামেরার চোখে তুলে ধরেছেন উপকূলীয় নিসর্গ ও নিঃসঙ্গতাকে মোহনীয় আলোর বিন্যাসে। ‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির আরেক প্রযোজক ক্রিস্টিন ডি লিয়ন।
‘আলী’র মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও ফিলিপাইনের আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান।
সিনেমাটি ইতোমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে পাঠানো হয়েছে। বিষয়বস্তু, নির্মাণ ভাষা ও সামাজিক বার্তা মিলিয়ে এটি হয়ে উঠেছে এক পরিপূর্ণ গ্লোবাল সিনেমা। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ‘আলী’ এখন প্রস্তুত বিশ্বের দর্শকের হৃদয় ছুঁয়ে যেতে। এর আগে ২০২১ সালে কানের আঁ সাঁর্তে রিগা বিভাগে প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।
তারও আগে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ ২০০২ সালে ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে জিতে নিয়েছিল ফিপরেসি পুরস্কার। তবে কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবারই প্রথম আদনানের ‘আলী’র হাত ধরে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আদন ন আল র জ ব চলচ চ ত র আদন ন
এছাড়াও পড়ুন:
‘উৎসব’ নির্মাতার নতুন ছবিতে চমক, দেখা যাবে এক ঝাঁক তারকাকে
নব্বই দশকের গল্প, এক ঝাঁক তারকাশিল্পীর অভিনয় আর নির্মাণ মিলিয়ে চলতি বছরের পবিত্র ঈদুল আজহায় চমকে দিয়েছিল তানিম নূরের সিনেমা ‘উৎসব’। কিছুদিন আগেই নির্মাতা জানিয়েছিলেন, তাঁর পরের সিনেমা হবে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। এর পর থেকেই কৌতূহল ছিল কোন উপন্যাস অবলম্বনে হচ্ছে নতুন সিনেমা? কারাই–বা আছেন এতে?
বনলতার যাত্রী
গতকাল সন্ধ্যা সাতটায় ৫২ সেকেন্ডের এক মোশন ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় সিনেমার নাম। তানিম নূরের পরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ তৈরি হবে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। প্রকাশিত ভিডিওর পুরোটা সময় ব্যাকগ্রাউন্ডে ছিল অর্থহীনের গান ‘চাইতেই পারো’। ‘উৎসব’–এ ছিল আর্টসেলের গান। এ সিনেমাতেও থাকছে নব্বইয়ের শেষে যাত্রা শুরু করা আরেকটি ব্যান্ড।
আবার নস্টালজিয়া
চিত্রা ঢাকা ইউনিভার্সিটির ফিজিকসের তৃতীয় বর্ষের ছাত্রী; অসুস্থ মামাকে দেখতে ট্রেনে যাবে দিনাজপুর। কিন্তু ট্রেনে বিরক্তিকর কোনো যাত্রীর সঙ্গে যেতেও সে রাজি নয়। তাই সে তার বান্ধবী লিলির প্রভাবশালী এক মামার মাধ্যমে টু সিটার স্লিপারের একটি টিকিট দিতে বলেছিল, যেখানে কেউ তার সঙ্গে যাবে না।