আইয়ুব বাচ্চু স্মরণে ‘ব্যান্ড ফেস্ট’
Published: 27th, November 2025 GMT
বরাবরের মতো আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট ২০২৫’, যা প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে আয়োজন করা হবে।
এই উৎসবে ১২টি ব্যান্ড অংশ নেবে। ব্র্যান্ডগুলো হলো—উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ। পাঁচ দিনব্যাপী এই আয়োজন চ্যানেল আইয়ের পর্দায় সকাল ১১টায় সরাসরি সম্প্রচার হবে।
আরো পড়ুন:
‘কষ্ট করে গান প্রকাশের পর প্রশংসা যেমন আসে, গালিও আসে’
বিয়ে স্থগিত: স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ খুললেন গায়কের মা
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “আগামী বছর এই উৎসবকে বৃহৎ আকারে করার পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি, সবার সহযোগিতা পেলে সেটা সম্ভব হবে।”
ডা. আশীষ কুমার বলেন, “আমাদের প্রতিষ্ঠান সবসময়েই শিল্পী ও মিউজিশিয়ানদের সঙ্গেই আছে। এই উৎসবে সম্পৃক্ত হতে পেরে আমাদের ভালো লাগছে।”
উল্লেখ্য, ব্যান্ড যুবরাজ আইয়ুব বাচ্চুর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সম্মতিতে চ্যানেল আই ২০১৪ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ন ল আইয় র এই উৎসব
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ১১ জন অসুস্থ
সাতক্ষীরার শ্যামনগরের এক বাড়িতে নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক পিঠা উৎসব করা হয়েছে। সেই খাবারে বিষক্রিয়ায় শিশুসহ ওই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়িতে ওই পিঠা উৎসব হয়।
অসুস্থরা হলেন—সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।
পরিবার ও হাসপাতাল সূত্র জানিযেছে, পিঠা বানানোর সময় কালো জিরার পরিবর্তে অসাবধানবশত দানাদার কীটনাশক ব্যবহার করা হয়। রাতে পিঠা খাওয়ার কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা টের পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম হোসেন বলেন, সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে, সবাই শঙ্কামুক্ত নন।
ঢাকা/শাহীন/রফিক