উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপ চালুর সময় কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে মনিটরের পর্দায় ভেসে উঠে নীল রঙের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ (বিএসওডি) পর্দা। পর্দায় থাকা কোডের মাধ্যমে উইন্ডোজ জানিয়ে দেয় কোন কোন সমস্যার কারণে কম্পিউটার চালু হচ্ছে না। চার দশক আগে চালু হওয়া পরিচিত এই নীল পর্দা আর দেখা যাবে না উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপে। তার বদলে দেখা যাবে কালো রঙের নতুন নকশার পর্দা।

মাইক্রোসফট জানিয়েছে, নতুন পর্দাটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ‘রিলিজ প্রিভিউ’ চ্যানেলের ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সব ব্যবহারকারীর জন্য চালু হবে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের পর্দায় আগের মতো বিরক্ত মুখের ইমোজি বা কিউআর কোডের বদলে দেখা যাবে কারিগরি ত্রুটির সংক্ষিপ্ত তথ্য। এর ফলে সমস্যার উৎস বুঝতে সময় কম লাগবে এবং দ্রুত সমাধান করা যাবে।

মাইক্রোসফটের তথ্যমতে, শুধু ব্লু স্ক্রিন অব ডেথ পর্দার রং পরিবর্তনই নয়, উইন্ডোজের ত্রুটি ব্যবস্থাপনায় ‘কুইক মেশিন রিকভারি’ সুবিধাও যুক্ত করা হবে। এর ফলে অপারেটিং সিস্টেম চালু হতে ব্যর্থ হলে উইন্ডোজের ‘রিকভারি এনভায়রনমেন্ট’–এর মাধ্যমে ত্রুটি সমাধানের চেষ্টা করবে সুবিধাটি। ‘উইন্ডোজ রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ’ নামের একটি প্রকল্পের অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো উইন্ডোজকে আরও স্থিতিশীল, নির্ভরযোগ্য ও স্বয়ংক্রিয়ভাবে সমস্যা মোকাবিলায় সক্ষম করে তোলা।

উল্লেখ্য, গত বছর সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের একটি ত্রুটিপূর্ণ সফটওয়্যার হালনাগাদের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক উইন্ডোজ কম্পিউটার অচল হয়ে পড়েছিল। ওই ঘটনার পর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ত্রুটি নির্ণয়ের পদ্ধতিতে পরিবর্তন আনতে কাজ শুরু করে মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, নতুন এই পর্দা ও কিউএমআর প্রযুক্তি ‘উইন্ডোজ ১১ ২৪এইচ২’ সংস্করণের অংশ হিসেবে এ বছরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জীবনেও এত আনন্দ পাইনি: শিবিরের ভিপি প্রার্থী 

রাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জুবেরী ভবনের সামনে তিনি সাংবাদিকদের বলেন, “ভোটকেন্দ্রের অবস্থা এখন পর্যন্ত ভাল দেখছি। আমরা কারো প্রতি কোন অভিযোগ দিচ্ছি না। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোন অনিয়ম দেখলে আমরা সাথে সাথে নির্বাচন কমিশনকে অবহিত করব।”

আরো পড়ুন:

রাকসু নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী আসবে: পুলিশ কমিশনার

অত্যন্ত চমৎকার পরিবেশ বিরাজ করছে: রাবি প্রক্টর

মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আজ ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনও পাইনি।”

তিনি বলেন, “আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের ভোট দেবে। তারা আমাদের গ্রহণ করবে। তারা আমাদের নির্বাচিত করলে আমরা যে ইশতেহার দিয়েছি, সেটা আমরা বাস্তবায়ন করব।

‘নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান, তারা যেন সারাদিন সঠিকভাবে দায়িত্ব পালন করে। তারা যেন বিমাতাসুলভ আচরণ না করে। ডাকসু ও জাকসুতে কিছু ত্রুটি সামনে এসেছে। সেটা যেন এখানে না হয়।”

এসময় ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের মতো ক্যাম্পাসে বহিরাগত না ঢোকার ব্যাপারে নিজের অবস্থান জানিয়ে জাহিদ বলেন, “আমাদের অবস্থানও একই। ক্যাম্পাসে যেন কোনভাবেই বহিরাগত না প্রবেশ করে। ভোট গ্রহণ শেষে যেন সুন্দরভাবে ফল প্রকাশ করা হয়।”

এর আগে মোস্তাকুর রহমান জাহিদ জুবেরী ভবনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঢাকা/কেয়া/এস

সম্পর্কিত নিবন্ধ