প্রধান বা বিশেষ অতিথি আর বইলেন না, এগুলো জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করে: রিজওয়ানা হাসান
Published: 12th, July 2025 GMT
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জনগণের সঙ্গে প্রশাসকদের মনস্তাত্ত্বিক ও ক্ষমতাকেন্দ্রিক দূরত্ব টিকিয়ে রেখে সুশাসন নিশ্চিত করা যাবে না। সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি এগুলো আর বইলেন না। আমরা যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপে যাই, তখন তাঁরা এগুলো বলেন না। সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতিকে তাঁরা ‘মিস্টার প্রেসিডেন্ট; বলেন। এই বিশেষণগুলো আমাদের একটি অন্য গ্রহে নিয়ে যায়। জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করে। এই দূরত্বটা আমাদের অবশ্যই কাটিয়ে আসতে হবে।’
আজ শনিবার সকাল ১০টায় ঢাকার সাভার উপজেলা চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে অনুষ্ঠানে ‘বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভস’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ ছাড়া সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শনিবার এক দিনে বিভিন্ন প্রজাতির এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দা রিজওয়ানা হাসান।
বক্তব্যের এক পর্যায়ে এই উপদেষ্টা বলেন, ‘আজ যাঁরা গরমের মধ্যে এখানে বসে আছেন, একটি গাছ লাগানোর জন্য। আমি নই, তাঁরাই অনুষ্ঠানের প্রধান অতিথি।’
রিজওয়ানা হাসান জানান, একটি দেশ গত ৫৩-৫৪ বছর একইভাবে চলে এসেছে, সেটি মাত্র দেড়-দুই বছরে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায় না। তবে পরিবর্তনটা শুরু হয়েছে। মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। বিভিন্ন জায়গায় জনগণ সংগঠিত হয়ে প্রতিবাদের ভাষায় জানিয়ে দিচ্ছে কোনো ধরনের অপশাসনের চেষ্টা তারা মেনে নেবে না।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘ধর্মেও গাছ রোপণের কথা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত গাছ না কেটে উন্নয়ন করা যায়, সে পর্যন্ত ভাবতে হবে। আর একটি গাছ কাটা হলে বিপরীতে তিনটি গাছ লাগাতে হবে। নদী ও পরিবেশদূষণ রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকার তখনই ব্যর্থ হয়, যখন জনগণও ব্যর্থ হয়। সরকারের ব্যর্থতা মানে জনগণেরও ব্যর্থতা, জনগণের ব্যর্থতা মানে সরকারেরও ব্যর্থতা।’
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন র জওয় ন জনগণ র সরক র
এছাড়াও পড়ুন:
বিএনপি জনগণের শক্তির উপর আস্থাশীল: ডা. জাহিদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় জনগণের শক্তিকে বিশ্বাস করে এবং দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে জনগণের পাশে ছিল ও থাকবে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় কর্মিসভায় তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুন:
বিএনপি ৫ শতাংশ নারীকে মনোনয়ন দিতে পারে: সেলিমা রহমান
দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘দেশের সংকটময় মুহূর্তে জনগণই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে। বিএনপি গণমানুষের দল। এই দল ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম করছে। বিএনপি সব সময় জনগণের শক্তির ওপর আস্থা রাখে এবং জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।’’
তিনি আরো বলেন, ‘‘গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে আজ দেশ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ হারিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকা/মোসলেম/বকুল