চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লা বাড়ি মসজিদের খতিব আ ন ম নূর রহমান মাদানি (৬০) এখন কিছুটা সুস্থ। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

শনিবার (১২ জুলাই) বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে নূর রহমানের ছেলে আফনান তকি এসব তথ্য জানান। চিকিৎসকের বরাতে তিনি নিশ্চিত করেছেন, তার বাবা এখন আশঙ্কামুক্ত।

আফনান তকি বলেন, ‘‘সকলের দোয়ায় আব্বা এখন ভালো আছেন। আমরা এ ঘটনায় থানায় মামলা করেছি। কিন্তু, আব্বাকে কোন হাসপাতালে রেখেছি; নিরাপত্তার স্বার্থে নামটি বলতে চাচ্ছি না।’’

আরো পড়ুন:

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

সোহাগকে হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব: পুলিশ

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, ‘‘আহত খতিব নূর রহমান মাদানি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ও মামলার বাদী আফনান। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

এদিকে খতিবের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার বিল্লাল পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি বাহার মিয়া।

বিল্লাল পুলিশের কাছে অভিযোগ করেছেন, ‘‘গত রমজানের আগের দিন ওই খতিব সাহেব বলেছিলেন, কোরআন শরীফে মিলাদ নেই। পরে আমি কোরআন শরীফ পড়তে গিয়ে মিলাদ পাই। এ বিষয়ে জানতে চাইলে ইমাম আমাকে বলেন, অফিসারের কাছে দরখাস্ত না করে পিওনের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? অফিসার হচ্ছেন আল্লাহ, আর পিওন হচ্ছেন নবী। আমার নবীজীকে পিওন বলছে- এটা আমি মানতে পারিনি। পরে তাকে ছুরিকাঘাত করি। যদিও কাজটি ভুল করেছি।’’

তবে, পুলিশের কাছে বিল্লালের করা এমন অভিযোগ মানতে নারাজ স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির লোকজন। তারা দাবি করেছেন, বিল্লাল পূর্ব পরিকল্পিতভাবে শুক্রবার  মসজিদে অবস্থান নেন। এ সময় তার কাছে একটি নোট ছিল। যাতে লেখা ছিল, আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো। সে জায়নামাজে চাপাতি পেঁচিয়ে মসজিদের ভেতরে ঢুকে খতিবকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুপিয়ে জখম করেন।

প্রফেসরপাড়া মোল্লা বাড়ি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো.

আলমাস মোল্লা বলেন, ‘‘খতিব নূর রহমানের বিরুদ্ধে নবী অবমাননাকর বক্তব্য ভিত্তিহীন। বিল্লালের উদ্দেশ্য ও রহস্য দ্রুত পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আশা করছি। সেই সঙ্গে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’’

আরো পড়ুন: চাঁদপুরে মসজিদের ভেতরেই খতিবকে কুপিয়ে জখম

ঢাকা/অমরেশ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য আহত ন র রহম ন কর ছ ন মসজ দ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৬ অক্টোবর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ।

নারী ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

ব্যাডমিন্টন

ওয়ার্ল্ড ট্যুর
বেলা ২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

সম্পর্কিত নিবন্ধ