চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখমের ঘটনায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
Published: 12th, July 2025 GMT
চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় করা মামলার আসামি মো. বিল্লাল হোসেন (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় সাড়ে সাতটায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তিনি জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। কিন্তু আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মামলার বাদী ভুক্তভোগী খতিবের বড় ছেলে আদনান তাকি বলেন, ‘আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’এদিকে তাঁর ছোট ভাই রায়হান রাহি জানান, তাঁর বাবা আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন।
এদিকে মসজিদের খতিবকে কুপিয়ে জখম করার ঘটনায় বিকেলে চাঁদপুর জেলা জামায়াত শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এ ছাড়া দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদপুরে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
এদিকে এ ঘটনায় শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে যাতে এ নিয়ে পরবর্তী সময়ে কোনো ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা এল এক্স খোকন গ্রেপ্তার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ শাহিনুর আলম। এরআগে বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন ওরফে এল এক্স খোকন সিদ্ধিগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো. আলীর ছেলে।
পুলিশ জানায়, খোকন ওরফে এল এক্স খোকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৪টি হত্যা ও ৫টি হত্যার চেষ্টার মামলার আসামী। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী চম্পা ভূইয়ার ভাই এবং যুবলীগ নেতা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সিদ্ধিগঞ্জের মিজমিজি এলাকা থেকে খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।