নকআউট পর্বের শেষ পাঁচটি ম্যাচের সবগুলোতেই জিতেছে। স্নায়ুর লড়াইয়ের তারা এতটাই সাবলীল যে ওই ম্যাচগুলোতে ১৮টি গোল দিয়েছে প্রতিপক্ষের জালে, নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেই! তাই আজ ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে হারানোর সাধ্য কি আছে চেলসির? 

অপটার ইঙ্গিত বিশ্বমুকুট পরার অপেক্ষায় প্যারিসের দলটি। ৬৪.

৪ শতাংশ জয়ের সম্ভাবনা পিএসজির। তবে কাগজে কলমে ফেভারিট না হলেও চমক দেখানোর ক্ষমতা আছে ইংলিশ ক্লাব চেলসিরও। যদিও ক্লাব বিশ্বকাপে তাদের ১০টি গোলের ৯টিই করেছেন ভিন্ন ভিন্ন খেলোয়াড়। তবে এক সপ্তাহের মধ্যে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়ে নজর কেড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রি। পিএসজির একটি দুর্বল জায়গায় আজ আঘাত করতে পারলে ম্যাচটি জমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞারা। মাঝমাঠের দখল নিতে হবে চেলসির, আর সেটা করে যদি প্রথমার্ধে কোনোভাবে পিএসজির জালে বল পাঠাতে পারেন পালমার, দিলাপরা; তাহলে হয়তো নাটকীয়তা থাকবে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

৩২ দলের ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতোই দুটি ইউরোপিয়ান দল ফাইনালে মুখোমুখি হচ্ছে এবং প্রথমবারের মতোই ফ্রান্সের কোনো ক্লাব বড় কোনো আসরে ইংলিশ ক্লাবের সামনে পড়েছে। তবে এসব অনেক ‘প্রথম’কেই বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে দেম্বেলে, দুয়োদের ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫ গোল দিয়েছে। লিগ ওয়ান, কোপ দি ফ্রান্স জয়ের পর এই মৌসুমে চতুর্থ শিরোপা জয়ের কাছাকাছি পিএসজি। লুইস এনরিকের পিএসজি এই মুহূর্তে যে ফর্মে রয়েছে, তাতে ফাইনালে আজও গোলবন্যা হতে পারে। বিশেষ করে, আগের ম্যাচেই তারা যেভাবে রিয়াল মাদ্রিদকে অসহায় বানিয়ে দিয়েছে। 

পরিসংখ্যান বলছে ক্লাব বিশ্বকাপে গত তিন ম্যাচে ১০ গোল দিয়েছে তারা। এই আসরে একবারই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন আশরাফ হাকিমিরা। ব্রাজিলিয়ান ক্লাব বোটাফিগোর কাছে একটি ম্যাচ হেরে গিয়েছিলেন। তবে ফাইনালের পথে তারা মেসির মায়ামি, হ্যারি কেনদের বায়ার্ন মিউনিখ, সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়েছেন। ভারী ভারী নামের এই তালিকায় আজকের চেলসি বেশ সহজ প্রতিপক্ষ বলা যায়। তার পরও ফাইনাল বলে কথা, আক্রমণাত্মক কৌশল থেকে নিশ্চয়ই আজ সরে আসবেন না পিএসজির স্প্যানিশ কোচ। ৪-৩-৩ ফরমেশনে আক্রমণ ভাগে কাভারতাস্খেলিয়া, দেম্বেলে আর দুয়েকে দিয়েই শুরুর একাদশ সাজাবে পিএসজি। তাদের দুর্দান্ত মাঝমাঠে থাকবেন রুইজ, ভিতিনহা আর ফার্নান্দেজ। গোলপোস্টের চেনা সেনানী দেন্নারোমা।

চেলসির কোচ এঞ্জো মারেসকা অবশ্য কিছুটা রক্ষণাত্মক ৪-২-৩-১ ফরমেশনে মাঠ সাজাতে পারেন। সেক্ষেত্রে প্রতিপক্ষের গোলপোস্টের সামনে তাঁর ভরসা ইংলিশ স্ট্রাইকার লিয়াম দিলাপ। রক্ষণে দেয়াল তাঁর কুক্কুরেলা, কোলউইল, চালোভা আর গুস্তোকে নিয়ে। ক্লাব বিশ্বকাপে ফাইনালে আসার পথে ইউরোপিয়ান ক্লাবের চেয়ে বেশি ব্রাজিলিয়ান দলকে হারিয়ে এসেছে চেলসি। পালমেইরাস, ফ্লুমেনেন্সিকে হারানোর আত্মবিশ্বাস দিয়েই আজ তাদের লড়তে হবে প্যারিসের দুর্দান্ত দলটির সঙ্গে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প চ লস প এসজ ক ল ব ব শ বক প প এসজ র চ লস র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

‘ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো নতুন উদ্যোক্তা তৈরি করছে’

রাজধানীর বসুন্ধরা এক্সপো ভিলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ।

এফ টাচ ইভেন্টস লিমিটেড এর উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনের সময় বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার (সিওও) এম. এম. জসিম উদ্দিন, প্রদর্শনীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডিকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ বলেন, “ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ টেকনোলজি এক্সপো নতুন উদ্যোক্তা তৈরি করছে। এই এক্সপো আর্কিটেকচারদের মধ্যে আগ্রহ তৈরি করতে পেরেছে। এক্সপোর নানা পণ্য তারা প্রফেশনাল জায়গায় কাজে লাগাতে পারছে। এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আর্কিটেক ডিজাইনারদের পাশাপাশি নতুন উদ্যোক্তারা আরো ভালো করতে পারবে।”

তিনি আরো বলেন, “আয়োজক সংস্থার এটি দ্বিতীয় এক্সপো। প্রথম এক্সপোতেও আমি এসেছিলাম। এবারের এক্সপ্রোতে এসে যা দেখলাম তা প্রথমবারের চেয়েও বড় পরিসরে করা হয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যাও বেশি। নতুন উদ্যোক্তাদের কাছে এই এক্সপোর গুরুত্ব রয়েছে বলেই ধারাবাহিকভাবে এর পরিসর বড় হচ্ছে। এবারের এক্সপোতে সাইন এইজ টেকনোলজি যোগ হয়েছে। আশা করছি ভবিষ্যতে নতুন আরো বিষয় যুক্ত করার মাধ্যমে নতুন আর্কিটেকচার উদ্যোক্তাদের সহায়তা করবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডিকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া বলেন, “যত বেশি হবে এক্সপো হবে তত বেশি স্টেকহোল্ডারদের জন্য উপকার হবে। গ্রাহকদের রুচির সঙ্গে তাল মিলিয়ে এক্সপোতে অংশগ্রহণকারীরা সার্ভিস দিতে পারবে বলে  আশা করছি।”

উড টেক সলিউশনস-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, “দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারের প্রদর্শনী উদ্যোক্তা, প্রস্তুতকারক, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হবে।”

এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ আয়োজকদের পক্ষ থেকে বলেন, “দীর্ঘ পরিশ্রমের পর এক্সপোটি আয়োজন করা হয়েছে। আমরা যখন প্রথম আয়োজন করেছিলাম তখন অনেকে বলেছিলেন এর পরিসর বড়াতে। চাহিদার কথা বিবেচনা করে আমরা এবার পরিসর বড় করেছি। একইসঙ্গে নতুন টেকনোলজি যোগ করেছি। ভবিষ্যতে সকলের সহযোগিতায় আরো ভালো বড় পরিসরে এক্সপো করতে পারব বলে আশা করছি।”

তিনি বলেন, “এই মেলায় ইন্টেরিয়র টেকনোলজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথমবারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যবহারের জন্য তৈরি বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হচ্ছে, যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।”

আয়োজক প্রতিষ্ঠান জানায়, ইন্টেরিয়র উপকরণ, ফার্নিচার সরঞ্জাম ও সাইনেজ প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। এফ টাচ ইভেন্টস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ মেলায় এক ছাদের নিচে অনুষ্ঠিত হচ্ছে— দ্বিতীয় ইন্টেক এক্সপো ২০২৫, যেখানে প্রদর্শিত হচ্ছে কিচেন সলিউশন, ইন্টেরিয়র উপকরণ, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য। এছাড়া দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫, যা ফার্নিচার ফিটিংস, উড ও মেটাল টেকনোলজিকে কেন্দ্র করে আয়োজিত, পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশনস এবং মেটাল টেক সলিউশনস। পাশাপাশি প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫, যা ভিজ্যুয়াল কমিউনিকেশন ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতের সর্বাধুনিক সমাধান উপস্থাপন করবে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি যেমন- আধুনিক কিচেন সলিউশন, ফার্নিচার, ডোর, সফটওয়্যার, হোম অটোমেশন, স্মার্ট মিরর, কার্টেন, বোর্ড, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি প্রদর্শন করছে।

ফার্নিচার শিল্পে কর্মরত উদ্যোক্তা, কারিগর, ডিজাইনার ও শিক্ষার্থীদের জন্যও থাকছে ফার্নিচার তৈরির আধুনিক সরঞ্জাম, টুলস এবং মেশিনারিজ প্রদর্শনের সুযোগ।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ সবার জন্য সম্পূর্ণ ফ্রি এবং দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।

ঢাকা/নাজমুল/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো নতুন উদ্যোক্তা তৈরি করছে’
  • গাজা ঘোষণাপত্র, টি-ডোম, স্যার ক্রিক অঞ্চল কী
  • এনসিএল শুরু ২৫ অক্টোবর, প্রথমবার অংশ নিচ্ছে ময়মনসিংহ
  • প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে লালন স্মরণোৎসব, মেলা শুরু শুক্রবার
  • জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিসে ৫০ লাখ টাকা সহায়তা
  • ৩৬ বছরে প্রথমবার ব্রাজিলকে হারাল জাপান
  • বিশ্বকাপের টিকিট কেটে ইতিহাস গড়ল মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে
  • ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ‘ফার্স্ট বয়’ হতে চান আনচেলত্তি