ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদা আলাদাভাবে ২০২৫-২৬ সালের ক্লাস ও অফিস ছুটির তালিকাটি অনুমোদন করেছে।

ক্লাস ছুটির তারিখ—

(সময়: ১ জুলাই ২০২৫–৩০ জুন ২০২৬)

১. মহররম (আশুরা): ৫-৬ জুলাই—০২ দিন

২. শুভ জন্মাষ্টমী: ১৬ আগস্ট—০০ দিন

৩.

ঈদে মিলাদুন্নবী* (চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তন হতে পারে): ০৫ সেপ্টেম্বর—০০ দিন

৪. দুর্গাপূজা (বিজয়া দশমী, ২ অক্টোবর)/শরৎকালীন ছুটি *** ফাতেহা-ই-ইয়াজদাহম/লক্ষ্মীপূজা (একাডেমিক কার্যক্রমের চাহিদা বিবেচনায় এ ছুটি পুনর্বিবেচিত হতে পারে): ২৯ সেপ্টেম্বর থেকে ০৭ অক্টোবর—০৯ দিন

৫. বিশ্ববিদ্যালয় শোক দিবস: ১৫ অক্টোবর—০১ দিন

৬. শীতকালীন ছুটি***/শহীদ বুদ্ধিজীবী দিবস/বিজয় দিবস: ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর—১৬ দিন

৭. যিশুখ্রিষ্টের জন্মদিন ২৫ ডিসেম্বর—০১ দিন

৮. সরস্বতী পূজা: ২৩ জানুয়ারি—০০ দিন

৯. শবেমেরাজ* (চাঁদ দেখা সাপেক্ষে ছুটির তারিখ পরে জানানো হবে): -- জানুয়ারি—০১ দিন

১০. শবেবরাত* (চাঁদ দেখা সাপেক্ষে ছুটির তারিখ পরে জানানো হবে): -- ফেব্রুয়ারি—০১ দিন

১১. শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি—০০ দিন

১২. শবেকদর*/জামাতুল বিদা*/ঈদুল ফিতর**: ১৫ মার্চ থেকে ২৫ মার্চ—১১ দিন

১৩. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ—০১ দিন

১৪. ইস্টার সানডে** (চাঁদ দেখা সাপেক্ষে ছুটির তারিখ পরে জানানো হবে : -- এপ্রিল—০১ দিন

১৫. বাংলা নববর্ষ: ১৪ এপ্রিল—০১ দিন

১৬. মে দিবস: ১ মে— ০০ দিন

১৭. বুদ্ধপূর্ণিমা** (চাঁদ দেখা সাপেক্ষে ছুটির তারিখ পরে জানানো হবে ): -- মে—০১ দিন

১৯. গ্রীষ্মকালীন ছুটি***/ঈদুল আজহা*২৪ মে থেকে ২১ জুন—২৯ দিন

# ক্লাস ছুটি মোট: ৭৫ দিন

অফিস ছুটির তারিখ—

(সময়: ১ জুলাই ২০২৫—৩০ জুন ২০২৬)

১. মহররম (আশুরা): ৬ জুলাই—০১ দিন

২. শুভ জন্মাষ্টমী: ১৬ আগস্ট— ০০ দিন

৩. ঈদে মিলাদুন্নবী* (চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তন হতে পারে): ০৫ সেপ্টেম্বর—০০ দিন

৪. দুর্গাপূজা (বিজয়া দশমী, ২ অক্টোবর)/শরৎকালীন ছুটি ** ফাতেহা-ই-ইয়াজদাহম/লক্ষ্মীপূজা (একাডেমিক কার্যক্রমের চাহিদা বিবেচনায় এ ছুটি পুনর্বিবেচিত হতে পারে): ০১ অক্টোবর থেকে ০২ অক্টোবর—০২ দিন

৫. বিশ্ববিদ্যালয় শোক দিবস: ১৫ অক্টোবর—০১ দিন

৬. শীতকালীন ছুটি***/শহীদ বুদ্ধিজীবী দিবস/বিজয় দিবস: ১৬ ডিসেম্বর—০১ দিন

৭. যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন): ২৫ ডিসেম্বর—০১ দিন

৮. সরস্বতী পূজা: ২৩ জানুয়ারি— ০০ দিন

৯. শবেমেরাজ* (চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তন হতে পারে): -- জানুয়ারি—০০ দিন

১০. শবেবরাত* (চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তন হতে পারে): -- ফেব্রুয়ারি—০১ দিন

১১. শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ২১ ফেব্রুয়ারি—০০ দিন

১২. শবে কদর*/জামাতুল বিদা/ঈদুল ফিতর**: ১৬ মার্চ থেকে ২৩ মার্চ—০৮ দিন

১৩. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ—০১ দিন

১৪. বাংলা নববর্ষ: ১৪ এপ্রিল—০১ দিন

১৫. মে দিবস: ১ মে—০০ দিন

১৬. বুদ্ধপূর্ণিমা* (চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তন হতে পারে): -- মে—০১ দিন

১৭. গ্রীষ্মকালীন ছুটি***/ ঈদুল আজহা**: ২৪ মে থেকে ২৮ মে— ০৫ দিন

# ক্লাস ছুটি মোট: ২৩ দিন।

*এক তারকা যুক্ত (*) পর্ব: চাঁদ দেখা সাপেক্ষে পরে জানানো হবে।

* দুই তারকা যুক্ত (**) পর্ব: পর্বের ছুটির তারিখ পরে জানানো হবে।

* তিন তারকা যুক্ত (***) পর্ব: একাডেমিক কার্যক্রমের চাহিদা বিবেচনায় এ ছুটি পুনর্বিবেচিত হতে পারে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ট র ত র খ পর ড স ম বর য় দ বস

এছাড়াও পড়ুন:

অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সরকারি চাকরি বিধি লঙ্ঘন, তথ্য গোপন, অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ ও বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। 

বিষয়টি নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর গত ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিক শাহেদ আলম নামে এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে, গোলাম কিবরিয়া সরকারি কর্মকর্তা হয়েও তথ্য গোপন করে বেসরকারি পাসপোর্ট (নং A০১২৬৬৬১২) সংগ্রহ করেছেন, যা সরকারি চাকরি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি একাধিকবার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করেছেন। 

অভিযোগকারী দাবি করেন, তিনি ২০২৪ ও ২০২৫ সালের বিভিন্ন সময়ে কানাডা সফর করেছেন, যার কোনো অনুমোদন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেননি। 

অভিযোগে উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৫ সালের ১৯ জুন কানাডা সফরের সময় তিনি প্রায় ৫০ হাজার মার্কিন ডলার সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

অভিযোগপত্রে আরো বলা হয়, গোলাম কিবরিয়া নিয়মিত বিদেশ ভ্রমণের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করে কানাডায় সেকেন্ড হোম এবং ব্যবসায়িক বিনিয়োগ করেছেন। তার নামে সাড়ে ৭ হাজার কোটি টাকা পাচারের দুর্নীতির মামলাও চলমান রয়েছে। এমন অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো পদে বহাল থেকে প্রভাব খাটাচ্ছেন এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

অভিযোগকারী বলেন, “তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিয়মিত বিদেশে যাচ্ছেন, যা সরকারি চাকরি বিধিমালার সরাসরি লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।”

সূত্র জানায়, গোলাম কিবরিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের একজন বিতর্কিত কর্মকর্তা। তার নানা অনিয়ম ও দুর্নীতি এখন ওপেন সিক্রেট। তিনি দেশের সম্পদ বিদেশে পাচার করে কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। গাজীপুরবাসীর স্বার্থে এমন বেপরোয়া ও দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান বলেন, “লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে অবগত আছেন। তথ্য গোপন করে বিদেশ যাত্রা শাস্তিযোগ্য অপরাধ, প্রমাণ মিললে বিভাগীয় তদন্তে পাঠানো হবে।”

এ বিষয়ে জানতে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ পাওয়ার পর তাকে শোকজ করা হয়েছিল এবং তিনি জবাবও দিয়েছেন। শোকজের প্রতিবেদনটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।”

এ বিষয়ে গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই
  • নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখ ঘোষণা
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম: আইএলটিএস ছাড়াই আবেদন
  • অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে সতর্ক করবে গুগল ক্রোম
  • ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭% কমতে পারে, বাংলাদেশে কেন কমছে না
  • ভালো ফলনের আশায় গাছকে খাওয়ান তাঁরা