লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়েছেন, প্রশ্ন প্রিন্স মাহমুদের
Published: 23rd, July 2025 GMT
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে নানা ধরনের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একটি অংশের দাবি—“নিহতের সংখ্যা কম দেখানো হচ্ছে।” যদিও এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। প্রশ্ন ছুড়ে দিয়ে এই শিল্পী বলেন, “যেসব গার্ডিয়ান সন্তানের লাশ পায়নি, তাদের লিস্ট দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছেন?”
গতকাল আরেকটি স্ট্যাটাস দেন প্রিন্স মাহমুদ। তাতে তিনি বলেন, “আজ রাজনৈতিক দোকান বন্ধ রাখেন, চ্যালাচামুন্ডা নিয়ে হাসপাতালে যায়েন না। এইবার অন্তত মাফ করেন। কাজের মানুষদের কাজ করতে দেন। পারলে চেহারা না দেখায় পেছনে বসে সাহায্য করেন।”
আরো পড়ুন:
উত্তরায় বিমান বিধ্বস্ত: নগরবাউল জেমসের শোক
চবির আলাওল হলে অব্যবস্থাপনার অভিযোগ, ভোগান্তি
গত ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়; সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনে আগুন ধরে যায়। যেখানে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল; যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন