মেসি-রামোসদের টুর্নামেন্টে নারী রেফারিকে পরিবারসহ হত্যার হুমকি
Published: 6th, August 2025 GMT
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর শীর্ষ ৩৬ ক্লাব নিয়ে চলছে লিগস কাপ। টুর্নামেন্টে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও সের্হিও রামোসের মোন্তেররেইও খেলছে। তবে এই টুর্নামেন্ট ঘিরে এখন আলোচনায় এক নারী রেফারি।
গত ৩১ জুলাই এফসি সিনসিনাটি–মোন্তেররেই গ্রুপ পর্বের ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন মেক্সিকান রেফারি কাতিয়া ইতজেল গার্সিয়া, যা তাঁর স্বদেশি ক্লাব মোন্তেররেইয়ের বিপক্ষে যায়। শেষ পর্যন্ত কাতিয়ার সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। সিনসিনাটির কাছে ৩–২ গোলে হেরে যায় রামোসের মোন্তেররেই।
রেফারি কাতিয়া ইতজেল গার্সিয়ার সঙ্গে তর্কে জড়ান সের্হিও রামোস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাসিনার বিচারের রায় হচ্ছে আগামী সপ্তাহে: মাহফুজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট, খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাব। এর ফলে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
মাহফুজ আলম বলেন, “আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র-জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন, তারা বিচার কাজ এগিয়ে নেবেন।”
তিনি বলেন, “সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি যে, রাজনৈতিক দলগুলো বসে সরকার গৃহিত একটা দলিলে আসতে পেরেছে। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে গেল।”
উপদেষ্টা বেলেন, “৫ আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার আনা হয়। জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সে রকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে ও সুবিচার থাকবে। গুম-খুন আর ফেরত আসবে না।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ