নওগাঁয় পুলিশের পোশাক ও অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
Published: 18th, September 2025 GMT
নওগাঁয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ইউনিফর্ম, গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যাকেট, হ্যান্ডকাফ, ডেমো শটগান এবং ডেমো পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও আছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ শহরের বাইপাস জলিল চত্বর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ঢাকার নয়ানগর এলাকার সাবরিনা ও বড় মগবাজার এলাকার ফুল মিয়া এবং নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলীয়ার টেক এলাকার দ্বীন ইসলাম।
পুলিশ সুপার জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের বাইপাস জলিল চত্বরে একটি মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিএফডিসি থেকে ডিএমপি পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য সরঞ্জাম ভাড়া করে নওগাঁর মান্দা থানার গোবিন্দপুর এলাকায় সকালে শুটিং করার জন্য যাচ্ছেন। এ বিষয়ে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে সাবরিনা স্বীকার করেন যে, তার কর্মচারী সোহেল রানার বাড়ি মান্দা থানার গোবিন্দপুর গ্রামে। সোহেল সাবরিনার অর্থ এবং ডকুমেন্টস আত্মসাৎ করে পালিয়েছেন। তিনি ঢাকার সিএমএম আদালতে কর্মচারী সোহেল রানাসহ তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। সাববিনার পরিকল্পনায় অন্যদের সহযোগিতায় ডিএমপির ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাফ, ডেমো শটগান এবং ডেমো পিস্তল ব্যবহার করে পুলিশ পরিচয়ে কর্মচারী সোহেল রানা এবং তার বাবা-মাকে অপহরণ করার উদ্দেশ্যে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
ঢাকা/সাজু/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইন গায়িকাকে ছেড়ে কি ইতালিয়ান মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল
কয়েক মাস ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে ইয়ামাল। গত জুন থেকে এখন পর্যন্ত কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
তবে ইয়ামাল নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুধু একজনের সঙ্গে—আর্জেন্টিনার গায়িকা ও র্যাপার নিকি নিকোল। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র তিন মাসেই নিকোলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যক্তিগত জীবন...সবখানেই হোঁচট খাচ্ছেন বার্সেলোনার এই উদীয়মান উইঙ্গার।
কিছু কিছু সংবাদমাধ্যমে এমনও খবর এসেছে যে ইয়ামাল বিশ্বাসভঙ্গ করাতেই তাঁর কাছ থেকে আলাদা হয়ে গেছেন নিকোল। ইতালির মিলানে এক পার্টিতে দেশটির ২০ বছর বয়সী মডেল আনা গেগনোসের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইয়ামালকে। বিষয়টি জানতে পারাতেই নিকোল নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইয়ামাল। স্প্যানিশ সাংবাদিক হাভি হোয়োসের অনুষ্ঠানে এসে ১৮ বছর বয়সী তারকা জানিয়েছেন, তাঁকে নিয়ে ওঠা সব খবর ভিত্তিহীন।
আরও পড়ুনইয়ামাল কি সত্যিই ১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন১৮ জুন ২০২৫ইয়ামাল বলেছেন, ‘আমরা (তিনি ও নিকোল) এখন আর একসঙ্গে নেই। কিন্তু সেটা বিশ্বাসভঙ্গের কারণে নয়। আমরা শুধু আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যস, এইটুকুই। যা বলা হচ্ছে, কিছুই সত্যি নয়। আমি কারও সঙ্গে প্রতারণা করিনি, অন্য কারও সঙ্গেও ছিলাম না।’
ইয়ামালের দাবি, যেসব সংবাদমাধ্যম গল্প বানিয়ে প্রতারণার খবর ছড়াচ্ছে, সেগুলো স্রেফ গুজব।
নিকি নিকোলও সামাজিক যোগাযোগমাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কেউ আমাকে ঠকাত, আমি প্রথমেই সবাইকে জানাতাম। আগেও আমি তাই করেছি।’
২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন গায়িকা উদাহরণ হিসেবে মেক্সিকান গায়ক পেসো প্লুমার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে এনেছেন। গত বছর প্লুমা প্রতারণা করায় নিকোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়।
আরও পড়ুনইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন: স্পেনের কোচ২৬ আগস্ট ২০২৫তবে ইয়ামালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভেঙেছে। এখানে প্রতারণার কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন নিকোল, ‘আমরা আগেই আলাদা হয়েছি, শুধু ঘোষণা করিনি।’
ব্যক্তিগত জীবন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করার পর ইয়ামাল এখন ফুটবলে মনোযোগী হতে চাইছেন।
ইয়ামালের গোল উদ্যাপন। কাল রাতে এলচের বিপক্ষে