নওগাঁয় পুলিশের পোশাক ও অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
Published: 18th, September 2025 GMT
নওগাঁয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ইউনিফর্ম, গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যাকেট, হ্যান্ডকাফ, ডেমো শটগান এবং ডেমো পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও আছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ শহরের বাইপাস জলিল চত্বর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ঢাকার নয়ানগর এলাকার সাবরিনা ও বড় মগবাজার এলাকার ফুল মিয়া এবং নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলীয়ার টেক এলাকার দ্বীন ইসলাম।
পুলিশ সুপার জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের বাইপাস জলিল চত্বরে একটি মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিএফডিসি থেকে ডিএমপি পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য সরঞ্জাম ভাড়া করে নওগাঁর মান্দা থানার গোবিন্দপুর এলাকায় সকালে শুটিং করার জন্য যাচ্ছেন। এ বিষয়ে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে সাবরিনা স্বীকার করেন যে, তার কর্মচারী সোহেল রানার বাড়ি মান্দা থানার গোবিন্দপুর গ্রামে। সোহেল সাবরিনার অর্থ এবং ডকুমেন্টস আত্মসাৎ করে পালিয়েছেন। তিনি ঢাকার সিএমএম আদালতে কর্মচারী সোহেল রানাসহ তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। সাববিনার পরিকল্পনায় অন্যদের সহযোগিতায় ডিএমপির ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাফ, ডেমো শটগান এবং ডেমো পিস্তল ব্যবহার করে পুলিশ পরিচয়ে কর্মচারী সোহেল রানা এবং তার বাবা-মাকে অপহরণ করার উদ্দেশ্যে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
ঢাকা/সাজু/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশসহ তিনজনের আহতের ঘটনায় দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় পুলিশের ওপর হামলা করা হয়। পরে রাতেই নালিতাবাড়ী থানায় পুলিশ মামলা করে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। বাকি দুইজনকে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয়। তাদের দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আসামি ধরতে গিয়ে দুই পুলিশসহ তিনজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরমধ্যে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে নালিতাবাড়ী থানা পুলিশের তিন সদস্যের দল অভিযান চালায়। তখন মাজম আলীসহ অন্য তিন মাদক কারবারি প্রতিবেশী মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতরা হলেন, নালিতাবাড়ী থানার এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় বাসিন্দা শাহীন।
ঢাকা/তারিকুল/বকুল