পরিবারের সচ্ছলতা ফেরাতে ইরাকে গিয়ে খুন হলেন রাজবাড়ীর আজাদ
Published: 19th, September 2025 GMT
পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় চার মাস আগে ইরাকে গিয়েছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকার পোশাক ব্যবসায়ী আজাদ আলী খান (৪৭)। দালালের মাধ্যমে ইরাকে গিয়ে কাজ না পেয়ে বেকার সময় কাটাচ্ছিলেন। পরে একটি বাসায় কাজ নিলেও বেতন নিয়ে ঝামেলা হওয়ায় তাঁকে হত্যা করেন বাড়ির মালিক।
আজাদ আলী গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের প্রয়াত ইয়াজদ্দিন খানের ছেলে। গ্রামের বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়ায়। কয়েক দিন আগে খুন হলেও গতকাল বৃহস্পতিবার তাঁর নিহতের খবর পান স্বজনেরা। তাঁর সংসারে বৃদ্ধা মা, স্ত্রী শারমিন বেগমসহ দুই ছেলেমেয়ে আছে।
আজাদের স্বজনেরা জানান, আজাদ দৌলতদিয়া ঘাট বাজারে টেইলার্সের দোকান চালাতেন। কিন্তু তা দিয়ে সংসার চলছিল না। পরে চাচাতো ভাই ইরাকপ্রবাসী বাবুল খানের মাধ্যমে ৭ লাখ ২৫ হাজার টাকা খরচ করে গত ২৪ জুন ইরাকে পাড়ি দেন। কথা ছিল ইরাকে নিয়ে তাঁকে ভালো বেতনের কাজ দেওয়া হবে। কিন্তু ইরাকের রাজধানী বাগদাদ শহরের কাজুমিয়াতে পৌঁছানোর পর তাঁকে একটি হোটেলে রেখে চলে যান বাবুল খান। সেখানে কয়েক দিন থাকার পর একটি বাসায় কাজ নেন আজাদ আলী। সেখানে তিন মাসের বেশি সময় কাজ করার পরও বেতন না দেওয়ায় বাড়ির মালিকের সঙ্গে বিরোধ তৈরি হয়। এ নিয়ে গত ১২ সেপ্টেম্বর কথা–কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করেন বাড়ির মালিক। লাশ পাশের একটি নালায় ফেলে দেওয়া হয়। ছয় দিন পর গতকাল বৃহস্পতিবার দুর্গন্ধ পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা নালায় খণ্ডিত লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধারের পর হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চালান। বিপদ বুঝতে পেরে বাড়ির মালিক নিজেই থানায় আত্মসমর্পণ করে আজাদকে হত্যার কথা স্বীকার করেন।
পরিবারের অভাব ঘোচাতে ইরাকে গিয়ে খুন হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দের আজাদ খান। গতকাল বৃহস্পতিবার রাতে এ খবর শোনার পর থেকে পরিবারে মাতম চলছে। শুক্রবার সকালে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ের ব্যবসা সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে।
কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, এমজেএল বিডি, হাক্কানী পাল্প, মেঘনা পেট্রোলিয়াম এবং রহিমা ফুড।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে আগামী ৮ নভেম্বর হাক্কানী পাল্প, ৯ নভেম্বর মেঘনা পেট্রোলিয়াম, ১০ নভেম্বর এনভয় টেক্সটাইল ও এমজেএল বিডি এবং ১১ নভেম্বর রহিমা ফুডের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
ঢাকা/এনটি/ইভা