Prothomalo:
2025-11-10@04:36:14 GMT

টাকার টানেই এলেন দীক্ষা

Published: 5th, October 2025 GMT

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন কাস্টিং সহকারী। প্রতিদিন কত তরুণ-তরুণীর অডিশন নিতেন; অভিনয় দেখা, চরিত্র বোঝা, উপযুক্ত শিল্পী বাছাই করা ছিল কাজের অংশ। সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ের জগতে পা রাখলেন দীক্ষা জুনেজা। এখন তাঁকে নিয়ে আলোচনায় ব্যস্ত বলিউড ও ওটিটি-পাড়া। নেটফ্লিক্সের সাম্প্রতিক জনপ্রিয় সিরিজ ‘সারে জাহাঁ সে আচ্ছা’-তে পাকিস্তানি তরুণী নাসিম চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে দীক্ষা অকপটে স্বীকার করেন—অর্থই তাঁকে অভিনয়ে টেনে এনেছিল। ‘সত্যি বলতে কি, আমার অভিনয়ে আসার পেছনে প্রথম অনুপ্রেরণা ছিল টাকা। মুম্বাই শহরটা খুবই ব্যয়বহুল। কাস্টিং সহকারী হিসেবে যা উপার্জন করতাম, তাতে টিকে থাকা কঠিন। অথচ একজন নতুন অভিনেতা মাত্র কয়েক দিন কাজ করেই প্রায় সমপরিমাণ পারিশ্রমিক পান। তখন মনে হলো, আমি নিজেই কেন চেষ্টা করব না? জীবনে সব সময় নিজের হাতখরচ নিজে চালানোর অভ্যাস। কলেজজীবনেও নিজের পকেটমানি নিজেই উপার্জন করতাম,’ বললেন দীক্ষা।

দীক্ষা জুনেজা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় এনসিপির নেতার বাড়ির ফটকে আগুন

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে দাবি প্রীতমের।

প্রীতম সোহাগ বলেন, ‘রোববার রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। এ ছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটারের ক্ষতি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়।’

আগুনের বিষয়টি আজ সোমবার সকাল ছয়টার দিকে টের পেয়েছেন জানিয়ে প্রীতম বলেন, ‘গতকাল রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানান যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাতো ভাই এনামুল হকের মুদিদোকান আছে। তিনি আমার বাড়ি থেকে একটি মোটরসাইকেলে তিনজনকে বের হতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়।’

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ