ময়মনসিংহ, বরিশাল, রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে
Published: 9th, October 2025 GMT
আরও তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হবে ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে পৃথক তিনটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনটি অধ্যাদেশ হচ্ছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৫।
বর্তমানে ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। এগুলো হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।
এ ছাড়া আজকের বৈঠকে প্রাণিসম্পদ সপ্তাহকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতিবছর নভেম্বর মাসের মাঝামাঝি তা উদ্যাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানা (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আরো পড়ুন:
ঝালকাঠিতে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড
ধুনটের সেই ওসি কৃপা সিন্ধুকে গ্রেপ্তারে পরোয়ানা
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার মণ্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে মণ্ডলসেন পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় জাহিদের মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পান পরিবারের লোকজন। এরপর খোঁজাখুঁজির পরও তার হদিস মেলেনি। পরের দিন সকালে স্থানীয়রা খালের মধ্যে একজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। সেটি জাহিদুলের লাশ বলে শনাক্ত করেন তার স্বজনেরা। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তে নেমে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
সোহেল রানার জবানবন্দি ও ২০ জন সাক্ষীর সাক্ষ্য এবং আইনজীবীদের জেরা-তর্ক শেষে আদালত আজ এই আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আবুল কালাম আজাদ ও আসামিপক্ষে মো. শহীদুল হক শহীদ ছিলেন।
ঢাকা/মিলন/রাজীব