নাটোর শহরের নিচা বাজার এলাকায় নাটোর বোর্ডিং নামের আবাসিক হোটেল থেকে আনোয়ার পারভেজ (৫৬) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে হোটেলের চতুর্থ তলার ৬২ নম্বর কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

শেরপুরে নারীর মরদেহ উদ্ধার

আনোয়ার পারভেজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্ট কামারী এলাকার জলু মিয়ার ছেলে। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

আনোয়ার পারভেজের ছেলে রবিন মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোরে এসেছিলেন। তিনি গোল্ড প্লেটের ব্যবসায়ী ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানিয়েছেন, আনোয়ার পারভেজ ব্যবসার কাজে নাটোরে এসে শনিবার রাত ১০টার দিকে নাটোর বোর্ডিংয়ের চতুর্থ তলায় ৬২ নম্বর কক্ষ রাতযাপনের জন্য ভাড়া নেন। পরে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঢাকা/আরিফুল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র ব যবস

এছাড়াও পড়ুন:

মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা আব্বাস, রিজভীসহ ১৬৭ জন

সাত বছর আগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ ব্যক্তি।

ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ আজ সোমবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাজধানীর নয়াপল্টন এলাকার সড়ক বন্ধ করে মিছিল করা, জনদুর্ভোগ সৃষ্টি ও পুলিশকে মারধরের অভিযোগে ২০১৮ সালের ১৪ নভেম্বর মামলাটি করা হয়। পল্টন থানায় মামলাটি করে পুলিশ। মামলায় মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাসসহ অন্যদের আসামি করা হয়। মামলায় সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এতে মামলা থেকে ১৬৭ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। আদালত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মির্জা আব্বাসসহ অন্যদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

আরও পড়ুনমাকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে০৫ অক্টোবর ২০২৫

মামলা থেকে অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, দলের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

আরও পড়ুননির্বাচন সামনে রেখে আরও অনেক কিছু দেখতে পাবেন: মির্জা আব্বাস০৬ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ