রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্লকেড কর্মসূচি তুলে নেন ছাত্ররা। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের বোঝালে ব্লকেড কর্মসূচি তুলে ছাত্ররা ব্লকেড মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে চলে যায়। এরপরে ওই এলাকায় যান চলাচল শুরু হয়।

ঢাকার সাতটি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পক্ষে বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চমাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার প্রতিবাদে এর আগে সকাল ১০টার পরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি শুরু করে ঢাকা কলেজের ছাত্ররা। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্ররা। ঢাকা কলেজের ছাত্রদের পাশাপাশি অন্য কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও আন্দোলনে সংহতি জানিয়েছে ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়। ঘণ্টাখানকের মধ্য কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান। ছাত্ররা ব্লকেড শেষ করে মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে চলে যায়। এরপরে যান চলাচল শুরু হয়।

অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন ছাত্রদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কল জ র

এছাড়াও পড়ুন:

ওজন ৪০ কেজিতে নামালেন কে–পপ তারকা, এরপর কী ঘটল

ওজন ঝরিয়ে রীতিমতো চমকে দিয়েছেন জনপ্রিয় কে–পপ গায়িকা সুংহি। ইউটিউব চ্যানেল ‘মিম পিডি’–এর এক অনুষ্ঠানে ‘ও মাই গার্ল’ ব্যান্ডের এই সদস্য জানান, বর্তমানে তাঁর ওজন ৪০ কেজি।

সেই অনুষ্ঠানে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার মধ্যে এক বিশেষজ্ঞ সুংহিকে বলেন, ‘উচ্চতার তুলনায় তোমার ওজন স্বাস্থ্যকর মাত্রার নিচে। তোমার জন্য ব্যায়াম যেমন জরুরি, তেমনি সঠিকভাবে খাওয়াও গুরুত্বপূর্ণ।’

ওজন কমানোর ফলে পারফরম্যান্সেও প্রভাব পড়ছে। এক প্রশ্নের জবাবে সুংহি স্বীকার করেন, ‘আমি প্রায়ই দুর্বল আর মাথাঘোরা অনুভব করি।’

কে–পপ গায়িকা সুংহি

সম্পর্কিত নিবন্ধ

  • বাসে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, চালক আটক
  • রেলস্টেশনে ঝুঁকি নিয়ে ভিডিও করছেন পড়শী, এরপর...
  • চাকরি-এনসিপির পদ হারিয়ে মুনতাসির কেন উপদেষ্টা মাহফুজ আলমের ভাইকে দুষছেন
  • রাফার পাশে রাহুলের স্বপ্নপূরণ
  • জিসান হত্যা: আদালতে জবানবন্দি দিলেন ৩ আসামি
  • ছেলে কেক খাওয়ার বায়না ধরত, বানানো শিখে মা এখন উদ্যোক্তা
  • খেলোয়াড়দের প্রেমের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে যা বললেন পিয়া
  • চার ফিফটিতে প্রথম দিন পাকিস্তানের
  • ওজন ৪০ কেজিতে নামালেন কে–পপ তারকা, এরপর কী ঘটল