মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১৫ নভেম্বর) দুই রাষ্ট্রনেতার মধ্যে এ ফোনালাপ হয়। খবর সামাটিভির।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপের মূল উদ্দেশ্য ছিল গাজা উপত্যকা ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা। দুই নেতা হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন, বন্দী বিনিময় প্রক্রিয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন।

আরো পড়ুন:

ইউক্রেনের হামলা: নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া

ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা, নিহত ১১

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতে, আগের কয়েকটি আলাপচারিতার ধারাবাহিকায় শনিবার (১৫ নভেম্বর) দুই নেতা ‘আঞ্চলিক বিষয় নিয়ে’ ফোনালাপ করেছেন। নেতানিয়াহুর কার্যালয় বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, ফোনালাপটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

পুতিন ও নেতানিয়াহুর মধ্যে এর আগে সর্বশেষ সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ৬ অক্টোবর। সেসময় তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। পুতিন আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৬৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন ইসর য় ল

এছাড়াও পড়ুন:

‘ফিরে দেখা’: শিল্প ও সময়ের মিলিত রূপ

ছবি: আয়োজক সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ