দুর্নীতিবাজদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
Published: 14th, October 2025 GMT
দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন।
দুদক চেয়ারম্যানের মতে, প্রতিটি অপরাধ ও দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র আছে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সামগ্রিকভাবে দেশকে ভালো করা সম্ভব নয়।
আজ মঙ্গলবার দুদকে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল মোমেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বস্বান্ত করে ফেলার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে।
দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশসহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পাচার হওয়া অর্থ দেশে ফেরানো কঠিন হলেও দুদকসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আবদুল্লাহ-আল-জাহিদ, র্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ অক্টোবর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, অনেক দিন ধরেই পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচকে বড় উত্থান দেখা গেছে। তবে, দুপুর দেড়টার পর থেকে তা কমতে শুরু করে। একপর্যয়ে তা কমে নেতিবাচক অবস্থানে চলে আসে।
আরো পড়ুন:
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত
বেক্সিমকোসহ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.১১ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির শেয়ার ও ইউনিট।
এদিন ডিএসইতে মোট ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৯.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৪.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৩৬ পয়েন্ট কমে ৯২৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭২.৮৪ পয়েন্ট কমে ১২ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।
সিএসইতে ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক