সুপ্রিম কোর্টের রায় অবমাননা করে জামালপুরের মাদারগঞ্জে একই জমি দুই পক্ষের নামে নামজারীর ঘটনা ঘটেছে। আর এর প্রতিবাদ করায় ভুক্তভোগীদের হামলার হুমকি দিয়েছে একটি পক্ষ। এসবের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় ভুক্তভোগীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমন আহাম্মেদ নামে একজন ভুক্তভোগী। এসময় তিনি বলেন, “১৯৬০ সাল থেকে বালিজুড়ী এলাকার ৩৮ শতাংশ জমিতে বসবাস করে আসছে তার পূর্বপুরুষ। সেই জমি ১৯৮৬ সালে মো.

ইস্রাফিল শেখের নামে ভূমিহীন হিসেবে রেজিস্ট্রি কবুলিয়ত করে বাংলাদেশ সরকার। কিন্তু সেই জমি নিজেদের বলে দাবি করে ২০০৭ সালে মামলা করে একটি পক্ষ। সেই মামলায় ইস্রাফিল শেখের ওয়ারিশদের পক্ষে রায় দেন নিম্ন আদালত, উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট। 

‘সেই রায় অবমাননা করে একটি চক্রের সাহায্যে চলতি বছরের জুলাই মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে সাড়ে ২৮ শতাংশ জমি নামজারী করা হয় প্রতিপক্ষ চারজনের নামে। এতে একই জমি দুই পক্ষের নামে নামজারী করা হয়। সেই সময় মাদারগঞ্জে বালিজুড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদে সাদেকুর রহমান, সাব-রেজিস্ট্রার পদে মো. আবু কালাম, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা দায়িত্বে ছিলেন। বর্তমানে সাব রেজিস্ট্রার বাদে সকলে বদলি হয়েছেন অন্যত্র।”

সুমন অভিযোগ করে বলেন, ‘‘সেই জমির ২২.৭৫ শতাংশ অধিগ্রহণ সম্পন্ন হলেও অর্থ আত্মসাতের পাঁয়তারা করছে সেই চক্রটি। পুরো বিষয় নিয়ে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে ১১ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এসবের প্রতিবাদ করায় ৩০ সেপ্টেম্বর তাদেরকে প্রাণনাশের হুমকি দেন প্রতিপক্ষ। পরে মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আমরা।”

এসব বিষয়ে জানতে মাদারগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মো. আবু কালামকে ফোন দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “আমরা একটি জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘‘নায়েব সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর নামজারী করা হয়। তবে অনলাইনের মাধ্যমে বন্ধের দিন বা কম সময়ের মধ্যে নামজারী করা যায়। এখন আদালতের রায় থাকার পরেও নামজারীর বিষয়টি আমার জানা নেই। কারণ তখন আমি ছিলাম। এখন ভুক্তভোগী পরিবার আমাকে বিষয়টি জানালে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’’

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, ‘‘বিষয়টি আমি অবগত নয়। আপনার কাছ থেকেই মাত্র জানতে পারলাম। আর এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ‘‘ভুক্তভোগী পরিবার আমার কাছে আসলে আমি পুরো বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

ঢাকা/শোভন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম দ রগঞ জ তদন ত কর উপজ ল ব ষয়ট গ রহণ

এছাড়াও পড়ুন:

কারণ ছাড়াই বাড়ছে ওয়েব কোটসের শেয়ারদর

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ওয়েব কোটস পিএলসির শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত 

শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) ওয়েব কোটস পিএলসিকে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর বাড়ছে।

গত ২২ সেপ্টেম্বর ওয়েব কোটসের শেয়ার দর ছিল ১২ টাকা। ৮ অক্টোবর লেনদেন শেষে ডিএসইর শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.৯০ টাকায়। তবে, ১৩ অক্টাবর শেয়ার দর কিছুটা কমে দাঁড়ায় ১৩ টাকায়। কয়েক কার্যদিবসে ওয়েব কোটসের শেয়ার দর বেড়েছে ২.৯০ টাকা বা ১০.৩৪ শতাংশ।

এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে সিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ