যুদ্ধবিরতি চুক্তি মানে ইসরায়েলের দায় মুক্তি নয়: স্পেন
Published: 14th, October 2025 GMT
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির অর্থ এই নয় যে, যুদ্ধে ইসরায়েলের আচরণ ভুলে যাওয়া উচিত, ‘ইসরায়েলের দায় মুক্তি থাকতে পারবে না।’
তিনি ক্যাডেনা সের রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, “শান্তি মানে ভুলে যাওয়া নয়; এর অর্থ দায়মুক্তি নয়।”
স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, “গাজায় সংঘটিত গণহত্যার মূল অভিনেতাদের অবশ্যই ন্যায়বিচারের জবাব দিতে হবে, কোনো দায়মুক্তি থাকতে পারে না।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সানচেজ বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলছে। গণহত্যার মূল হোতাদের ন্যায়বিচারের জবাব দিতে হবে।”
তিনি জানান, মাদ্রিদ গাজায় প্রেরিত যেকোনো শান্তিরক্ষী বাহিনী এবং পুনর্গঠন প্রচেষ্টায় অংশগ্রহণের জন্য প্রস্তুত।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে স্পে। গত মাসে স্পেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইসলামবিদ্বেষ এখন ক্ষমতার রাজনীতির নতুন মুদ্রা
আমরা যে পৃথিবীতে বাস করছি, সেটাকে সবচেয়ে সৎ ভাবে বর্ণনা করা যায় এভাবে—ইসলামবিদ্বেষ এখন বৈশ্বিক ক্ষমতার নতুন মুদ্রা। রাজনীতিবিদদের বক্তৃতায়, কূটনীতিকদের চুক্তিতে, সংবাদপত্রের পাতায় এবং নিরাপত্তা বা সন্ত্রাসবিরোধী ভাষ্যে এই মুদ্রা বেশ ভালোভাবেই চলে। এই মুদ্রা গণহত্যার দায়মুক্তি দেয়, স্বৈরশাসককে দেয় বৈধতা, আর নজরদারি ও নিয়ন্ত্রণের নতুন বাজার গড়ে তোলে। গাজার গণহত্যা দেখিয়েছে, মুসলমানের রক্ত শুধু সস্তা নয়; বরং বিশ্বের বড় শক্তিগুলোর অর্থনীতির জন্য বিনিয়োগযোগ্য পুঁজি।
গাজার দিকে তাকান। দুই বছর ধরে বিশ্ব দেখছে, অবরুদ্ধ একটি জাতিকে কীভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে। তাদের ঘরবাড়ি ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে পরিবারগুলোর কবর রচিত হচ্ছে, হাসপাতালে বোমা হামলা হচ্ছে, শিশুরা ক্ষুধায় যন্ত্রণায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে।
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা