পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘাত, নিহত ১২
Published: 15th, October 2025 GMT
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। খবর রয়টার্সের।
বুধবার (১৫ অক্টোবর) তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ পোস্ট করে বলেন, “আজ সকালে পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালায়। এতে ১২ জন বেসামরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।”
আরো পড়ুন:
পাকিস্তানের ঘূর্ণিতে দিশেহারা দক্ষিণ আফ্রিকা
চার ফিফটিতে প্রথম দিন পাকিস্তানের
তালেবান দাবি করেছে, তারা পাকিস্তানের বহু সেনাকে হত্যা করেছে, কয়েকটি সামরিক পোস্ট ও ঘাঁটি দখল করেছে, অস্ত্র ও ট্যাংক জব্দ করেছে এবং অধিকাংশ স্থাপনা ধ্বংস করেছে।
অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা তালেবানকেই দোষারোপ করেছেন। চামান জেলার প্রশাসক হাবিব উল্লাহ বঙ্গুলজাই রয়টার্সকে বলেন, “তালেবান বাহিনী চামান সীমান্তের কাছে পাকিস্তানের একটি পোস্টে হামলা চালায়।”
তিনি জানান, সংঘর্ষটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এবং পাকিস্তানি সেনারা হামলা প্রতিহত করে। এতে পাকিস্তানের চারজন বেসামরিক আহত হয়েছেন।
কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের মধ্যে নাজুক শান্তি পরিস্থিতি আবারও ভেঙে পড়েছে। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।
সাম্প্রতিক সংঘর্ষের পর সীমান্তের বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করে দিয়েছে দুই দেশ, ফলে বাণিজ্য কার্যত থমকে গেছে এবং শত শত পণ্যবাহী ট্রাক দুই পাশে আটকা পড়েছে। পাকিস্তানই আফগানিস্তানের প্রধান পণ্য ও খাদ্য সরবরাহকারী দেশ।
দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। চীন দুই দেশকে তাদের নাগরিক ও বিনিয়োগ সুরক্ষার আহ্বান জানিয়েছে, রাশিয়া সংযম প্রদর্শনের অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে এ সংঘাত মীমাংসায় সাহায্য করতে পারেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন স ঘর ষ আফগ ন
এছাড়াও পড়ুন:
১৭ ঘণ্টার মধ্যেই রাকসুর ফল প্রকাশ: প্রধান নির্বাচন কমিশনার
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) সিনেট ভবনে রাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
আরো পড়ুন:
রাকসু: শীর্ষ তিন পদের প্রার্থীরা যেখানে ভোট দেবেন
‘রাকসুর জন্য স্থায়ী মার্কার আমদানি, থাকবে থ্রিডি নিরাপত্তা’
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা ডাকসু ও জাকসু নির্বাচনের ভোট গণনা পদ্ধতি থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেই অনুযায়ী শিক্ষা নিয়ে আমরা ভোট গণনার জন্য সর্বোচ্চ আধুনিক ওয়েমার মেশিনের ব্যবস্থা করেছি।”
তিনি আরও বলেন, ১৭টি হলের জন্য ১৭টি ভোট কেন্দ্র করা হয়েছে। একজন ভোটার আলাদা আলাদা ছয় পেজ ও আলাদা রংয়ের ব্যালট পেপার দেওয়া হবে। একজন ভোটারের একটি ভোট নিশ্চিত করতে ছবি যুক্ত তালিকা, ভোটারদের বিশ্ববিদ্যালয় আইডি কার্ড যাচাই, অমোচনীয় কালি এবং বিশেষ ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ১০ ঘণ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগেছিল।
ঢাকা/ফাহিম/মেহেদী