হামাসের দেওয়া মরদেহগুলোর একটি কোনো জিম্মির নয়: দাবি ইসরায়েলের
Published: 15th, October 2025 GMT
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, যুদ্ধবিরতির শর্ত মেনে ফিলিস্তিনি সংগঠন হামাস গতকাল মঙ্গলবার যে চারটি মরদেহ হস্তান্তর করেছে, তার মধ্যে একটি মরদেহ কোনো মৃত জিম্মির নমুনার সঙ্গে মেলেনি। ফরেনসিক পরীক্ষার ভিত্তিতে আজ বুধবার এমন দাবি করেছে তারা।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস সম্প্রতি ইসরায়েল থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়। এর অংশ হিসেবে গত সোমবার থেকে জিম্মিদের মুক্তি দিচ্ছে তারা। গতকাল ইসরায়েলের কাছে চারটি মরদেহ হস্তান্তর করে হামাস। বলা হয়েছিল এগুলো ইসরায়েলি জিম্মিদের মরদেহ।
গতকাল রাতেই মরদেহগুলোতে ফরেনসিক পরীক্ষা চালায় ইসরায়েল। আজ ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, একটি মরদেহের নমুনা কোনো সাবেক জিম্মির নমুনার সঙ্গেই মেলেনি।
ইসরায়েলি সেনাবাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাসকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস সোমবার থেকে ২০ জন জীবিত জিম্মি এবং ৮টি মরদেহ ফেরত দিয়েছে। ইসরায়েলি জিম্মির মরদেহ হিসেবে যে আটটি মরদেহ হস্তান্তর হয়েছে তার মধ্যে একজন নেপালি এবং ছয়জন ইসরায়েলি। এর মধ্যে দুজন ইসরায়েলি সেনা আছেন। আট মরদেহের মধ্যে একটির পরিচয় শনাক্ত করা যায়নি।
আরও পড়ুনগাজা নগরীর নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস, সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই৪ ঘণ্টা আগেগাজার একটি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলের ফেরত দেওয়া ৪৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত পেয়েছে তারা।
তবে কট্টর ইহুদিবাদী নেতা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, হামাস যদি গাজায় এখনো আটক সেনাদের মৃতদেহ ফেরত না দেয়, তবে সাহায্য সরবরাহ বন্ধ করা উচিত।
এ পর্যন্ত ফেরত দেওয়া দুটি ইসরায়েলি দেহ সেনাসদস্য হিসেবে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েল।
আরও পড়ুনইসরায়েলের আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস৮ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল র র মরদ হ মরদ হ হ
এছাড়াও পড়ুন:
কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা বিভাগ বনাম ইংরেজি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ম্যাচে ইংরেজি বিভাগকে ৪- ১ গোলে হারিয়ে বাংলা বিভাগ জয়লাভ করে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
আরো পড়ুন:
হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল বাংলাদেশ
পেনাল্টি গোলে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ
ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমেই খেলা সম্পন্ন হোক এটাই আমাদের প্রত্যাশা। গতবারের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হবে বলে আমি আশাবাদী। এছাড়া প্রশিক্ষকের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ের দল গঠনের পরিকল্পনাও রয়েছে।”
ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “খেলাধুলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা ভালো খেলবে, ভালো খেলা দেখবে। খেলাধুলার মাধ্যমে খেলোয়াড়দের মন হয় বড়, মানসিকতা হয় উন্নত। আর সেই মনোভাব যেন মাঠে প্রতিফলিত হয়।”
তিনি বলেন, “সৌহার্দ্যের জন্য খেলা, বন্ধুত্বের জন্য খেলা, বিরোধিতার জন্য নয়। খেলোয়াড়দের প্রতি আহ্বান জানাই, যেন তারা সুস্থ ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করে এবং মাঠে রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা চালিয়ে যায়।”
এবারের টুর্নামেন্টে ১৯টি বিভাগ অংশগ্রহণ করেছে। আগামী ২৯ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর আনুষ্ঠানিকতা শেষ হবে।
ঢাকা/এমদাদুল/মেহেদী