নারায়ণগঞ্জ শহরের ডি.আই.টি রেল কলোনী এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একটি কিশোরগ্যাংয়ের লিডার রাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ আকরাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ২০২৫ সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় ডি.

আই.টি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আকরাম টুপি হাউজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে আসে রাকিব নামে এক যুবক ও তার সঙ্গে অজ্ঞাতনামা ৪–৫ জন সহযোগী। তারা দোকানে ঢুকে চাকু বের করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।


ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব তার পরিহিত জুব্বার কলার ধরে  চাকু দিয়ে হত্যার চেষ্টা করে এবং দোকানের ক্যাশবাক্সে থাকা সারাদিনের বিক্রিত ১২,৬০০ টাকা ছিনিয়ে নেয়।


আকরাম জানান, তার চিৎকারে আশপাশের দোকানদার ও মসজিদে নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা এগিয়ে এলে রাকিব ও তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা তাকে প্রাণনাশের হুমকি দেয়।


ব্যবসায়ী অভিযোগ করেছেন, রাকিব একটি কিশোর গ্যাংয়ের লিডার। এই গ্যাংয়ের সদস্যরা ডিআইটি মসজিদ এলাকা, করিম মার্কেটের পেছন, পুরাতন ও নতুন জিমখানা ও বাবুরাইল এলাকায় প্রায়ই চাকু নিয়ে মহড়া দেয় এবং চাঁদা দাবি করে। কেউ টাকা না দিলে তারা হামলা চালায়।


ঘটনার পর রাকিব তাঁর ফোন থেকে কল করে আকরামকে বলে, তুই যদি আমার চাঁদার টাকা না দিস, তোকে মেরে ফেলব। ফোন কলের রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে বলেও জানান তিনি।


এই হুমকির ভয়ে তিনি তিন দিন ধরে দোকান খুলতে পারছেন না এবং নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় অভিযোগে উল্লেখ করেছেন।


এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নাসির হোসেন জানায়, আমরা অভিযোগ পেয়েছি সঠিক তদন্তের মাধম্যে আমরা ব্যবস্থা গ্রহন করবো। 


অভিযুক্ত রাকিবের সাথে একাধিকবার যোগাযোগ করতে তাকে ফোন করা হলে তা তিনি রিসিভ করেনি তাই এই বিষয়ে তাঁর কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সন ত র স ন র য়ণগঞ জ ব যবস য় আকর ম

এছাড়াও পড়ুন:

ফতুল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে নারায়ণগঞ্জ টাইমস পরিবারের শুভেচ্ছা

ফতুল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  নারায়ণগঞ্জ টাইমস পরিবার। 

 ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ফতুল্লা প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করে নারায়ণগঞ্জ টাইমস পরিবার। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও সাহসী  সাংবাদিকতায় ফতুল্লা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ১৩ অক্টোবর সোমবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের ২০২৫-২৭ইং দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • জামতলায় গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ধরে ছিনতাই
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
  • ২৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
  • ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো : মামুন মাহমুদ
  • নারায়ণগঞ্জের লুবনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার নামে মামলা
  • নারায়ণগঞ্জের এনসিপি নেত্রী লুবনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • ‎কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারলে দেশের বাইরে অবস্থান তৈরি করতে পারবেন : ডিসি জাহিদুল
  • সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ফতুল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে নারায়ণগঞ্জ টাইমস পরিবারের শুভেচ্ছা