আবারো শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান হাসনাতের
Published: 16th, October 2025 GMT
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে হাসানাত আবদুল্লাহ তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এই আহ্বান জানান। এর আগে হত ১৪ আগস্টও তিনি এ আহ্বান জানিয়েছিলেন।
শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে হাসনাত লেখেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতি কারো কাম্য নয়।”
আন্দোলন দমনের জন্য পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে মোতায়েন করা চলবে না উল্লেখ করে তিনি বলেন, “ পরিষ্কারভাবে জানাচ্ছি-পুলিশকে সাময়িক রাজনৈতিক প্রয়োজনে বা আন্দোলন দমনের অজুহাতে লাঠিয়াল ভূমিকায় নামানো হলে তা সরাসরি সংঘাত সৃষ্টি করবে এবং অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনবে।”
পুলিশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা ঘুরে দাঁড়াতে চাইছে। জনগণের পুলিশে হতে চাইছে। সেই প্রচেষ্টায় আপনি (শিক্ষা উপদেষ্টা) বাধা হয়ে দাঁড়াবেন ন। সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান করুন।”
এর আগে গত রোববার (১২ অক্টোবর) শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়ার ভাতা ৫০০ টাকা বাড়িয়ে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা নির্ধারণ করার বিষয়ে সম্মতি দেয় অর্থ বিভাগ। এরপর এ নিয়ে শিক্ষকদের মধ্যে আপত্তি শুরু হয়। শিক্ষকেরা বলে আসছেন মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি শিক্ষকদের জন্য ‘লজ্জার বিষয়’। তাঁরা মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া দেওয়ার দাবি জানিয়েছেন।
ঢাকা/রায়হান/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহ ব ন জ ন শ ক ষকদ র র জন য হ সন ত
এছাড়াও পড়ুন:
‘মার্চ টু যমুনা’র জন্য প্রস্তুত শিক্ষকরা
বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা দেওয়াসহ তিন দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষকরা। এসব দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির জন্য প্রস্তুত হচ্ছেন তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শহীদ মিনারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষকরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান করছেন এবং স্লোগানে মুখর করে তুলেছেন চারপাশ। মূল বেদির নিচে শিক্ষক নেতারা বক্তব্য রাখছেন।
শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যেই তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে যমুনার উদ্দেশে যাত্রা করবেন। দাবি পূরণ না হলে তারা আমরণ অনশনেও যেতে প্রস্তুত।
খুলনার একটি স্কুলের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তারা দিন-রাত পরিশ্রম করে জাতিকে শিক্ষা দেন। কিন্তু, তারা আজ বঞ্চিত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
ঢাকা/এএএম/রফিক