মগ লিবারেশন পার্টির সদস্য অস্ত্রসহ আটক
Published: 13th, January 2025 GMT
খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অপ্রুচাই মারমা (৩০) নামে কথিত মগ লিবারেশন পার্টির এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ হয়।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গরমছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।
আটক অপ্রুচাই মারমা উপজেলা সদরের ময়ূরখীল এলাকার মংপ্রু মারমার ছেলে।
আরো পড়ুন:
আলু ক্ষেতে পুঁতে রাখা গৃহবধূর মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু
পুলিশ জানায়, আকটকৃত ব্যক্তি কিছুদিন ধরে উপজেলার গরমছড়ি এলাকায় কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অপ্রুচাই মারমাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।
ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি কথিত মগ লিবারেশন পার্টির সদস্য বলে স্বীকার করেছেন। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অস্ত্র আইনে মামলা করার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।”
ঢাকা/রূপায়ন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি