নেটওয়ার্ক সেবার মান বাড়াতে গ্রামীণফোন–টেলিটক–ইডটকো চুক্তি
Published: 19th, October 2025 GMT
টেলিকম সংযোগকে আরও শক্তিশালী করতে এবং নেটওয়ার্ক সেবার মান বাড়াতে দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে তিনটি কোম্পানির মধ্যে সম্প্রতি একটি অবকাঠামো শেয়ারিং চুক্তি সই হয়েছে।
আজ রোববার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় গ্রামীণফোন ও টেলিটক উভয় কোম্পানিকে অবকাঠামোগত সহায়তা দেবে ইডটকো। এতে তারা সারা দেশে নেটওয়ার্কের আওতা প্রসারিত করতে পারবে। পাশাপাশি একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে কোম্পানি দুটির পরিচালন, নেটওয়ার্কের দক্ষতা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণসহ কোটি কোটি গ্রাহকের সেবার মান উন্নত হবে এবং সেবা সহজলভ্য হবে।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, এই সহযোগিতা সারা দেশে নেটওয়ার্ক কাভারেজ আরও শক্তিশালী করতে এবং সেবার গুণগত মান উন্নত করতে সহায়তা করবে। একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে আরও দক্ষভাবে দ্রুত শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান সম্ভব হবে।
টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী বলেন, টেলিটকের দক্ষতা বাড়াতে এবং গ্রাহকদের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিত করতে সক্ষমতা বাড়াবে এই সহযোগিতা।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, বাংলাদেশে টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে এই চুক্তি আরও জোরালো ভূমিকা পালন করবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক এ চুক্তিতে সই করেছেন। এ সময় প্রতিষ্ঠান তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন টওয় র ক অবক ঠ ম ট ল টক
এছাড়াও পড়ুন:
টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা সই
দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল নেটওয়ার্ক পাওয়ার কমপোনেন্টস এর জন্য আধুনিক রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড এবং ইডটকো বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উপস্থিতিতে বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন টেশিসের ব্যবস্থাপনা পরিচালক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং ইডটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “টেশিস ও ইডটকোর মধ্যকার এই সমঝোতা স্মারক দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি উল্লেখ করেন, “এই রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস এবং দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ তৈরি হবে।”
তিনি আরে বলেন, “উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে দেশেই ব্যাটারি সেল উৎপাদনের পথ সুগম হবে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নতুন প্রযুক্তি খাত গড়ে তুলতে সহায়ক হবে।”
সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, “এ সমঝোতা স্মারক সরকারের টেলিকম সাপোর্ট ইকোসিস্টেম আধুনিকায়নের অঙ্গীকারকে আরে সুদৃঢ় করবে।”
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, টেশিস এবং ইডটকোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি