Narayanganj Times:
2025-09-18@03:50:15 GMT

বন্দরে শিশু ফাইজা আর নেই  

Published: 13th, January 2025 GMT

বন্দরে শিশু ফাইজা আর নেই  

পিতা-মাতার ঘরে এক জান্নাত দিয়েও ২১ দিনের মধ্যে বন্দরে নুর আফরিন ফাইজা নামে এক শিশু না ফেরার দেশে চলে গেছে।

ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নারায়নগঞ্জ প্রো-অ্যাকটিভ হাসপাতালে ৪ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত রোববার (১২ জানুয়ারী) দুপুরে আল্লাহর ডাকে না ফেরার দেশে চলে যায় সে।

মৃত্যুবরণকারি শিশু নুর আফরিন ফাইজা বন্দরের নাসিক ২৩ নং ওর্য়াডস্থ নূরবাগ এলাকার ইফতেখার উদ্দিন আহম্মেদের  কন্যা।  

বাদ  আছর জানাজা নামাজ শেষে নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

 ব্যবসায়ী ও সমাজ সেবক ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, আহলে বাইতের ও হুজুর গাউছ নূরানীর উছিলায় মনীব যেমন আমার মেয়েকে জান্নাতের সর্ব্বোচ স্থানে রাখেন।
 

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ