বিপিএলের চলতি আসরে গ্রুপ পর্বে টানা সাত ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স। সোমবার সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। 

রংপুর টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে রংপুর। দলটির হয়ে ওপেনার তৌফিক খান ৩০ বলে ৩৬ রান করেন। তবে অন্য ওপেনার স্টিফেন টেইলর (১৩)  ও তিনে নামা সাইফ হাসান (৭) ব্যর্থ হন। 

চারে নামা পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইফতিখার ও পাঁচে নামা খুশদিল শাহ ওই ধাক্কা সামলে রান পুষিয়ে দেন। তারা ১১৫ রানের জুটি গড়েন। ইফতিখার ৩৬ বলে পাঁচটি চারের শটে ৪৩ রান যোগ করেন। খুশদিল খেলেন ৩৫ বলে ৭৩ রানের ইনিংস। তিনি ছয়টি ছক্কা ও চারটি চারের শট খেলেন। 

জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থেমেছে মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। দলটির হয়ে ওপেনার নাঈম শেখ ৪১ বলে ৫৮ রান করেন। সাত চার ও দুটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক মিরাজ ২৪ বলে ৩৯ রান যোগ করেন। 

আফিফ খেলেন ১৫ বলে ২৯ রানের ইনিংস। তিনি আউট হতেই ম্যাচ হাত ছাড়া হয়ে যায় খুলনার। পরের ব্যাটাররা রান পাননি। মাহিদুল অঙ্কন ১২ বলে ১৫ রান করে ফিরে যান। ইমরুল কায়েস ৩ বলে ৫ রান করেন। শেষ ২ ওভারে ১৮ রান দরকার ছিল খুলনার। অথচ অঙ্কন, মোহাম্মদ নওয়াজরা ওই রানও করতে পারেননি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ