সুযোগ হারাল খুলনা, টানা সাত জয় রংপুরের
Published: 13th, January 2025 GMT
বিপিএলের চলতি আসরে গ্রুপ পর্বে টানা সাত ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স। সোমবার সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
রংপুর টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে রংপুর। দলটির হয়ে ওপেনার তৌফিক খান ৩০ বলে ৩৬ রান করেন। তবে অন্য ওপেনার স্টিফেন টেইলর (১৩) ও তিনে নামা সাইফ হাসান (৭) ব্যর্থ হন।
চারে নামা পাকিস্তানি স্পিন অলরাউন্ডার ইফতিখার ও পাঁচে নামা খুশদিল শাহ ওই ধাক্কা সামলে রান পুষিয়ে দেন। তারা ১১৫ রানের জুটি গড়েন। ইফতিখার ৩৬ বলে পাঁচটি চারের শটে ৪৩ রান যোগ করেন। খুশদিল খেলেন ৩৫ বলে ৭৩ রানের ইনিংস। তিনি ছয়টি ছক্কা ও চারটি চারের শট খেলেন।
জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থেমেছে মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। দলটির হয়ে ওপেনার নাঈম শেখ ৪১ বলে ৫৮ রান করেন। সাত চার ও দুটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক মিরাজ ২৪ বলে ৩৯ রান যোগ করেন।
আফিফ খেলেন ১৫ বলে ২৯ রানের ইনিংস। তিনি আউট হতেই ম্যাচ হাত ছাড়া হয়ে যায় খুলনার। পরের ব্যাটাররা রান পাননি। মাহিদুল অঙ্কন ১২ বলে ১৫ রান করে ফিরে যান। ইমরুল কায়েস ৩ বলে ৫ রান করেন। শেষ ২ ওভারে ১৮ রান দরকার ছিল খুলনার। অথচ অঙ্কন, মোহাম্মদ নওয়াজরা ওই রানও করতে পারেননি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে