ঝিনাইদহে ফুলকপি আবাদে চাষির সর্বনাশ
Published: 17th, January 2025 GMT
ঝিনাইদহে শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হয়েছে। বেশি ফলন নিয়ে বিপাকে চাষিরা। তাদের ভাষ্য, বাজারে ফুলকপির ক্রেতা নেই। দাম পড়ে যাওয়ায় বিঘাপ্রতি ২৪ হাজার টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি উদ্যোগে দর ঠিক না করলে চাষিরা পথে বসবেন। আবাদ থেকে মুখ ফিরিয়ে নিলে ভবিষ্যতে সংকট তৈরি হবে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এ বছর ৩৮৫ ও হরিণাকুণ্ডুতে ১৬৫ হেক্টর জমিতে ফুলকপি আবাদ হয়েছে। কৃষকদের মধ্যে আগাম জাত যারা করেছেন, তারা ভালো দাম পেয়েছেন। কিন্তু ভরা মৌসুমে দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অধিকাংশ কৃষক।
সরেজমিন শনিবার শৈলকুপা ও হরিণাকুণ্ডুর বিভিন্ন বাজারে প্রতি পিস ফুলকপি ২ থেকে সর্বোচ্চ ৬ টাকায় বিক্রি হতে দেখা যায়। অনেক কৃষক ক্ষোভে রাস্তায় ফেলে দিয়ে বাড়ি ফিরছেন। তারা বলছেন, যে দাম বলছেন ব্যবসায়ীরা, তাতে ভ্যান ভাড়াও উঠছে না।
শৈলকুপার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের মহম্মদপুর গ্রামের চাষি হবিবর রহমান জানান, ৬৬ শতাংশ জমিতে তিনি ফুলকপি আবাদ করেছেন। এক বিঘা জমিতে চার হাজার পিস চারা লাগে। তাতে আড়াই টাকা করে ১০ হাজার খরচ। উৎপাদন পর্যন্ত কয়েক ধাপে চারাপ্রতি ৫ টাকার বেশি সার-ওষুধ দিতে হয়। সেচ ও শ্রম ধরলে বিঘায় ৪০ হাজার টাকা পার হয়ে যায়। প্রতি পিস কপি উৎপাদনে প্রায় ১০ টাকা ব্যয় হলেও দাম মিলছে গড়ে ৪ টাকা।
উপজেলার ফুলহরি গ্রামের চাষি বদর উদ্দিন জানান, তাদের পরিচিত অনেকে মাঠেই ফুলকপি কেটে নষ্ট করছেন। কারণ দেড় কেজি ওজনের একটি কপি বাজারে নিয়ে ৫ টাকাও পাচ্ছেন না। ভ্যান ভাড়া যোগ করলে প্রতি পিসে ৬ থেকে ৮ টাকা লোকসান হচ্ছে। তবে হরিণাকুণ্ডুর দৌলতপুর ইউনিয়নের ভূঁইয়াপাড়া গ্রামের কৃষক বসির উদ্দিন জানান, আগস্টে তিনি এক বিঘা জমিতে ফুলকপির চাষ করেন। নভেম্বরের শুরুতে বিক্রি করায় প্রায় ১ লাখ টাকা লাভের মুখ দেখেছেন।
দুই উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মারফর হোসেন ও লিটন আলী সমকালকে জানান, আগস্ট বা সেপ্টেম্বরে চারা রোপণ করা হয়। ৬০ থেকে ৭০ দিনের মধ্যে ফুলকপি তোলা যায়। এ সবজি আবাদে তিন ধাপে সার প্রয়োগ করতে হয়। প্রতিবার বিঘায় ৬০ কেজি ডিএপি, ৭০ কেজি ইউরিয়া, ৩০ কেজি পটাশ, ২৫ কেজি জিপ ও ২ কেজি ব্রোন সার লাগে। বর্তমান দরে সারের পেছনেই প্রায় ২০ হাজার টাকা ব্যয় হয়। শ্রম ও পরিবহন খরচ ধরলে এক পিস ফুলকপির উৎপাদন খরচ পড়ে ১০ টাকা। অথচ এখন চাষিরা বিক্রি করছেন ২ থেকে ৬ টাকা।
শৈলকুপা বাজারের খুচরা বিক্রেতা মোশারফ হোসেন বলেন, পাইকারিতে প্রতি পিস ফুলকপি আমরা ২ থেকে ৬ টাকায় কিনছি। দেড় কেজি ওজনের একটি খুচরায় ১০ টাকা বিক্রি করা সম্ভব হচ্ছে। আমরা যেমন কিনছি, তেমন বিক্রি
করছি। গায়ে লাগছে না। কিন্তু চাষির তো সর্বনাশ। ভবিষ্যতে কেউ ফুলকপি আবাদের আগে দশবার ভাবতে বাধ্য হবেন।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বর্তমান দরে ফুলকপি চাষির অনেক লোকসান হচ্ছে। চাষিকে বাঁচাতে কৃষি বিপণন অধিদপ্তরের উচিত প্রতিটি পণ্যের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করা।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। বিশ্বব্যাপী ২ নভেম্বর দিবসটি পালিত হয়।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে রয়েছে মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন। এমনকি অনেককে জীবনও দিতে হচ্ছে।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টি ঘটনার মধ্যে ৯টির বিচারই এখনো অমীমাংসিত রয়ে গেছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে (ফিলিস্তিনের) গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। আমি আবারও এই ঘটনাগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘যেকোনো জায়গায় বিচারহীনতা শুধু ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের প্রতিই অন্যায় নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, আরও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার শামিল এবং গণতন্ত্রের প্রতি হুমকি।’ তিনি বলেন, সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, প্রত্যেক অপরাধীর বিচার করা এবং সাংবাদিকেরা যাতে সর্বত্র স্বাধীনভাবে তাঁদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।’
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘নারী সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা হয়রানিমূলক আচরণ অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে। এ ধরনের অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই সাজা হয় না এবং এটি প্রায়শই বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাঁরা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তাঁদের জন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে হবে।’
আন্তোনিও গুতেরেস বলেন, ‘যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারাই। আসুন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং যাঁরা ক্ষমতার বিপরীতে সত্য তুলে ধরেন, তাঁরা যেন ভয় ছাড়াই তা করতে পারেন তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নিই।’