দেশের ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ধর্ম-বর্ণ কোনো বিষয় না, একে অপরের জন্য কাজ করবো এটাই বাংলাদেশ। 


শনিবার (১৮ই জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়। সামনে এগিয়ে যেতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, পিছনে কোনো রাস্তা ফেলে এসেছি সেটির দিকে নজর রাখা। আজকে যে লোক ও কারুশিল্প মেলার সূচনা হচ্ছে, মেলার কাজই হচ্ছে ফেলে আসা রাস্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যাত্রাটা কেমন ছিলো সেটা বারবার খেয়াল রাখতে হবে। 

লোকজ উৎসবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখানে আসার সবচেয়ে বড় বাঁধা হচ্ছে এপ্রোচ সড়কটি প্রশস্ত নয়। এই সমস্যাটি সমাধান এখনই সম্ভব নয়। এ বিষয়টি নিয়ে আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধানে আমরা কাজ করছি।

এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মফিদুর রহমান, যুগ্ম সচিব হেলাল উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।


মাসব্যাপী লোকজ উৎসবে থাকছে কারুশিল্প প্রদর্শনী, লোক জীবন, পুতুল নাচ, বায়স্কোপ, নাগর দোলা, গ্রামীণ খেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের থেকে কারু শিল্পীদের তৈরি বাহারি পণ্য সামগ্রী এবং উদ্যোক্তাদের কারুপণ্য প্রদর্শনের ব্যবস্থা। 

এবারের মেলায় কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও প্রতিদিন লোকজ মঞ্চে বাউল, পালা গান, ভাওয়াইয়া-ভাটিয়ালী গান, জারি-সারিগান, হাছন রাজার, শাহ আব্দুল করিমের গান, লালন সঙ্গীত, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে ইসলামী শক্তির বিকল্প নাই : মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-৫ এর সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন,  সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে হলে ইসলামী শক্তির বিকল্প নাই। 

তাই পীর সাহেব চরমোনাইর ঐতিহাসিক ঘোষণা- “আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি ভোটের বাক্স প্রেরণ করবো।” যাতে শান্তিকামী জনতা ইসলামের পক্ষে আদর্শিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে তাদের মূল্যবান ভোট প্রদান করতে পারেন।

শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪টায় ৮নং ওয়ার্ডে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. শাহীন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, খোদাভীরু নেতা অর্থাৎ ইসলামী দল ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। কারণ, তারা ক্ষমতার পাগল না হয়ে দেশের মানুরে কল্যাণে কাজ করবে। রাষ্ট্রের উন্নয়ন করতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে।

তাই আসুন আগামীতে আমরা সকল সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিকে চিরতরে বিদায় দিয়ে ইসলামের পক্ষে আমাদের সমর্থন প্রদান করি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মোশাররফ করিমের ২৪ মিনিটের সিনেমা যুক্তরাষ্ট্রের উৎসবে
  • ১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
  • চুয়েটে দিনভর তারুণ্যের ‘তর্ক-যুদ্ধ’
  • ‘কাঁচামিঠে ফলের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন
  • সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে ইসলামী শক্তির বিকল্প নাই : মাসুম বিল্লাহ
  • জুলাইয়ের ১১ নাটক নিয়ে শিল্পকলায় উৎসব
  • ১৬ কোটি টাকায় সারা দেশে ফুটবলের তিন টুর্নামেন্ট
  • দুদিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  • ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ
  • তাহলে তো স্পন্সর নিয়ে প্রোগ্রাম করলেই চাঁদাবাজি: সালাউদ্দিন