নোয়াখালী কলেজে ছাত্রীদের নামাজের জায়গা নেই
Published: 20th, January 2025 GMT
নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজ। কলেজটিতে অন্যান্য সুযোগ সুবিধা থাকলেও নেই মুসলিম নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের ব্যবস্থা।
যোহরের সময় ছাত্ররা কলেজের মসজিদে নামাজ আদায় করেন। কিন্তু জায়গার অভাবে নামাজ আদায় করতে পারছে না নারী শিক্ষার্থীরা। এতে করে কলেজের নারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
নারী শিক্ষার্থীরা জানান, সালাতের নির্দিষ্ট জায়গা না থাকায় তারা নামাজ আদায় করতে পারছে না। কলেজের অনেক নারী শিক্ষার্থী আছেন, যারা দূর থেকে আসেন। বাড়ি ফিরতে ফিরতে নামাজের সময় শেষ হয়ে যায়। ছাত্রীদের আলাদা নামাজের জায়গা থাকলে তারা সময়মতো নামাজ আদায় করতে পারতেন। কলেজের মুসলিম নারী শিক্ষার্থীরা যতদ্রুত সম্ভব নামাজ আদায়ের নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাজিয়া সুলতানা বলেন, “আমাদের কলেজে মেয়েদের নামাজের জন্য কোন ব্যবস্থা নেই। অনেকে দূর থেকে ক্লাস করতে আসেন। ফলে সময়মতো নামাজ আদায় করতে পারছেন না। কলেজ প্রশাসন যদি আমাদের নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট জায়গা দেন, তাহলে এটা আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে সাহায্য করবে।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আদিবা সুলতানা বলেন, “কলেজে মেয়েদের নামাজের জন্য ব্যবস্থা করা এখন সময়ের দাবি। এটা একটা ভালো উদ্যোগ হবে কলেজ প্রশাসনের জন্য। কলেজ প্রশাসনকে অতিদ্রুততার সঙ্গে নামায রুমের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাওয়া হলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন বলেন, “নোয়াখালী সরকারি কলেজের মতো এত বড় কলেজে আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য নামাজের জায়গা নেই, এটা খুবই দুঃখজনক। আমরা দ্রুত সময়ের মধ্যে এটার ব্যবস্থা করতে চেষ্টা করবো। কারণ নারী শিক্ষার্থীদের জন্য নামাজ বা প্রার্থনার রুমের ব্যবস্থা করা খুবই জরুরি এবং প্রয়োজনীয় বিষয়।”
ঢাকা/সুমাইয়া/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ব যবস থ কল জ র র জন য
এছাড়াও পড়ুন:
বঙ্গোপসাগরে অনুপ্রবেশের দায়ে ১৪ ভারতীয় জেলে আটক
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় তাদের বহনকারী ট্রলার জব্দ করা হয়।
শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। আটককৃত ট্রলারসহ জেলেদের নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, “সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। তাদের মোংলায় আনা হচ্ছে। মামলা করে সোমবার (৪ আগস্ট) তাদের আদালতে পাঠানো হবে।”
আরো পড়ুন:
কুয়াকাটা সৈকতে ভেসে এল দুই লাশ
সাগরে ট্রলারডুবি: চার দিন ভেসে থাকার পর উদ্ধার ৯ জন, নিখোঁজ ৬
তিনি আরো বলেন, “নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী অভিযানে অংশ নিয়ে জেলেসহ ট্রলারটি আটক করে। ‘এফবি পারমিতা’ নামের ওই ট্রলারটিতে বিপুল পরিমাণ ইলিশসহ সামুদ্রিক মাছ ছিল, যা পরবর্তীতে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।”
ঢাকা/শহিদুল/মাসুদ