নোয়াখালী কলেজে ছাত্রীদের নামাজের জায়গা নেই
Published: 20th, January 2025 GMT
নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজ। কলেজটিতে অন্যান্য সুযোগ সুবিধা থাকলেও নেই মুসলিম নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের ব্যবস্থা।
যোহরের সময় ছাত্ররা কলেজের মসজিদে নামাজ আদায় করেন। কিন্তু জায়গার অভাবে নামাজ আদায় করতে পারছে না নারী শিক্ষার্থীরা। এতে করে কলেজের নারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
নারী শিক্ষার্থীরা জানান, সালাতের নির্দিষ্ট জায়গা না থাকায় তারা নামাজ আদায় করতে পারছে না। কলেজের অনেক নারী শিক্ষার্থী আছেন, যারা দূর থেকে আসেন। বাড়ি ফিরতে ফিরতে নামাজের সময় শেষ হয়ে যায়। ছাত্রীদের আলাদা নামাজের জায়গা থাকলে তারা সময়মতো নামাজ আদায় করতে পারতেন। কলেজের মুসলিম নারী শিক্ষার্থীরা যতদ্রুত সম্ভব নামাজ আদায়ের নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাজিয়া সুলতানা বলেন, “আমাদের কলেজে মেয়েদের নামাজের জন্য কোন ব্যবস্থা নেই। অনেকে দূর থেকে ক্লাস করতে আসেন। ফলে সময়মতো নামাজ আদায় করতে পারছেন না। কলেজ প্রশাসন যদি আমাদের নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট জায়গা দেন, তাহলে এটা আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে সাহায্য করবে।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আদিবা সুলতানা বলেন, “কলেজে মেয়েদের নামাজের জন্য ব্যবস্থা করা এখন সময়ের দাবি। এটা একটা ভালো উদ্যোগ হবে কলেজ প্রশাসনের জন্য। কলেজ প্রশাসনকে অতিদ্রুততার সঙ্গে নামায রুমের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জানতে চাওয়া হলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন বলেন, “নোয়াখালী সরকারি কলেজের মতো এত বড় কলেজে আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য নামাজের জায়গা নেই, এটা খুবই দুঃখজনক। আমরা দ্রুত সময়ের মধ্যে এটার ব্যবস্থা করতে চেষ্টা করবো। কারণ নারী শিক্ষার্থীদের জন্য নামাজ বা প্রার্থনার রুমের ব্যবস্থা করা খুবই জরুরি এবং প্রয়োজনীয় বিষয়।”
ঢাকা/সুমাইয়া/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ব যবস থ কল জ র র জন য
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।