নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত
Published: 16th, November 2025 GMT
রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে এক পথচারী আহত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল বাসির (৫০)।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আব্দুল বাসির। তিনি হেঁটে বাংলামোটরে তাঁর অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন।
আব্দুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়।
ককটেল বিস্ফোরণে পথচারীর আব্দুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে। নিউ ইস্কাটন রোড, ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ককট ল ব স ফ র
এছাড়াও পড়ুন:
বরগুনায় ছাত্রলীগের মশাল মিছিল
বরগুনা-তালতলী আঞ্চলিক সড়কের সদরের পাজরাভাঙা এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলার নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) রাত আটটার দিকে ৫০ থেকে ৬০ জন ছাত্রলীগ নেতাকর্মী এই মশাল মিছিল করেন।
এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবৈধ বলে স্লোগান দেন তারা। মিছিলে শেখ হাসিনা ফিরবে বলেও স্লোগান দেন তারা।
মিছিল থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার নেতৃত্বে মশাল মিছিল হয়েছে বলে স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব আলী বলেন, “মশাল মিছিলের একটি ভিডিও নজরে এসেছে। পুলিশ অভিযান চালাচ্ছে। নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইমরান/এস