বিশ্বকাপ বাছাইয়ে অবিশ্বাস্য ছন্দে আছে স্পেন। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সব কটিতে জিতেছে তারা। এই পাঁচ ম্যাচে স্পেন ১৯ গোল দিয়েছে, কিন্তু হজম করেনি একটিও। সর্বশেষ গতকাল রাতে জর্জিয়ার বিপক্ষে স্পেন জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। কিন্তু সব ম্যাচ জিতেও বিশ্বকাপের টিকিট পেতে আরও অপেক্ষা করতে হচ্ছে তাদের। সে অপেক্ষা শুধু কাগজে-কলমেই।

গতকাল রাতের ম্যাচের পর বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাই গ্রুপ ‘ই’–তে স্পেনের পয়েন্ট ৫ ম্যাচে ১৫, গোল ব্যবধান (‍+১৯)। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তুরস্ক ২ নম্বরে, তাদের গোল ব্যবধান (‍+৫)। শীর্ষ দল পাবে বিশ্বকাপের টিকিট।

আগামী মঙ্গলবার রাতে মুখোমুখি হবে স্পেন ও তুরস্ক। সেই ম্যাচে স্পেনকে হারানোর পাশাপাশি বিশাল গোলের ব্যবধানও মেটাতে হবে তুরস্ককে, যা একরকম অসম্ভবই বলা যায়। ফলে স্পেনের বিশ্বকাপ খেলা এখন নিশ্চিতই বলা যায়।

আরও পড়ুনবিশ্বকাপে ক্রোয়েশিয়া, দুয়ারে নেদারল্যান্ডস ও অপেক্ষায় জার্মানি১৫ নভেম্বর ২০২৫

তিবলিসিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্পেন। বলদখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্বাগতিকদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। স্পেনের জয়ে জোড়া গোল করেছেন মিকেল অয়ারাজাবাল। অন্য দুটি গোল মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসের।

বেলজিয়ামকে রুখে দিয়েছে কাজাখস্তান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প ব যবধ ন

এছাড়াও পড়ুন:

ঢাকা-বরিশাল মহাসড়ক গাছ ফেলে অবরোধ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোর থেকে উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা। ফলে দীর্ঘ সময় এই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

আরো পড়ুন:

কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা

নতুন পোশাকে পুলিশ

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বড় বড় গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াতের নেতাকর্মীরা গিয়ে একযোগে গাছ সরানোর কাজ শুরু করেন। এরপর সড়কে আংশিক যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসীর মতে, রাজনৈতিক কর্মসূচির নামে মহাসড়ক বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই সভ্য রাজনীতি নয়। তারা দ্রুত এ বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেছেন।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ বলেন, “কিছু লোক গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ গিয়ে তা তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ