সব বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের
Published: 25th, January 2025 GMT
মার্কিন পররাষ্ট্র দপ্তর বিদ্যমান প্রায় সব বৈদেশিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং নতুন সহায়তা স্থগিত করেছে। কর্মকর্তা এবং বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলিতে পাঠানো একটি অভ্যন্তরীণ স্মারকলিপির বরাত দিয়ে শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে তার বৈদেশিক নীতির সামঞ্জস্য পর্যালোচনা না হওয়া পর্যন্ত বৈদেশিক উন্নয়ন সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। শুধুমাত্র জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের বিষয়টি এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক দাতা দেশ যারা ৬৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে। পররাষ্ট্র দপ্তরের নোটিশটি উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুকেই প্রভাবিত করবে বলে মনে হচ্ছে।
কর্মীদের উদ্দেশ্যে লেখা স্মারকলিপিতে বলা হয়েছে, “প্রতিটি প্রস্তাবিত নতুন সহায়তা বা সম্প্রসারণ পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন সহায়তা বা বিদ্যমান সহায়তা সম্প্রসারণের জন্য কোনো নতুন তহবিল অনুমোদন দেওয়া হবে না।”
এতে আরও বলা হয়েছে, “পর্যালোচনার পর মন্ত্রী যে সময় নির্ধারণ করবেন, সেই সময় পর্যন্ত, প্রাসঙ্গিক সহায়তার শর্তাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে অবিলম্বে কাজ বন্ধের আদেশ জারি করবেন” মার্কিন কর্মকর্তারা।
আদেশে ট্রাম্পের বৈদেশিক নীতির লক্ষ্যগুলো মেনে চলা নিশ্চিত করার জন্য ৮৫ দিনের মধ্যে সব বিদেশি সহায়তার একটি বিস্তৃত পর্যালোচনা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সহ য ত র জন য
এছাড়াও পড়ুন:
বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম
উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।
এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা/রায়হান/রফিক